রাজধানী ঢাকায় গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে নতুন সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য কমানোর লক্ষ্যে ঢাকা শহর ও শহরতলীর বিভিন্ন রুটে চলাচলকারী বাসে ই-টিকিটিং ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীদের এখন থেকে বাসে উঠতে হলে ই-টিকিট সংগ্রহ করতে হবে।
সোমবার (১৯ তারিখ) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ই-টিকিটিং ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট রুটের পরিবহন কোম্পানিগুলোর সঙ্গে আরবান টেক লিমিটেড চুক্তিবদ্ধ হয়েছে। প্রতিষ্ঠানটি প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়ন করবে।
নতুন এই ব্যবস্থায় যাত্রীরা নির্ধারিত অ্যাপস অথবা নির্দিষ্ট ডিভাইস ব্যবহার করে ই-টিকিট সংগ্রহ করতে পারবেন। এর ফলে নগদ টিকিট কাটা, অতিরিক্ত ভাড়া আদায় কিংবা টিকিট না দেওয়ার মতো অনিয়ম অনেকাংশে কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ই-টিকিটিং চালু হলে সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ থাকবে না। ফলে যাত্রীরা নির্ধারিত ভাড়ায় নির্বিঘ্নে বাসযাত্রা করতে পারবেন।
ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, যাত্রী হয়রানি বন্ধ ও ভাড়া নৈরাজ্য রোধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, আগামী এক সপ্তাহের মধ্যেই রাজধানীর নির্ধারিত রুটগুলোতে ই-টিকিটিং কার্যক্রম শুরু হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সারোয়ার হোসেন বলেন, ভবিষ্যতে এই টিকিটিং ব্যবস্থাকে সম্পূর্ণ ক্যাশলেস করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, এই ব্যবস্থা বাস্তবায়নে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।
ডিএমপির এই কর্মকর্তা বলেন, টিকিটিং ব্যবস্থার মাধ্যমে বাসে যাত্রী সংখ্যা ও যাত্রা ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে। পাশাপাশি পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, ই-টিকিটিং ব্যবস্থা চালু হলে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে।
কসমিক ডেস্ক