প্রকাশ্য অনুষ্ঠানে শারীরিক হেনস্তার অভিযোগ, ক্ষোভ উগরে দিলেন মৌনী রায় The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রকাশ্য অনুষ্ঠানে শারীরিক হেনস্তার অভিযোগ, ক্ষোভ উগরে দিলেন মৌনী রায়

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 25, 2026 ইং
প্রকাশ্য অনুষ্ঠানে শারীরিক হেনস্তার অভিযোগ, ক্ষোভ উগরে দিলেন মৌনী রায় ছবির ক্যাপশন:
ad728

উৎসবের উচ্ছ্বাস, করতালির শব্দ আর আলোঝলমলে মঞ্চ—সবকিছুর মাঝেই হঠাৎ ঘটে যায় এক অস্বস্তিকর ও ভয়ংকর অভিজ্ঞতা। ভারতের হরিয়ানায় একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে প্রকাশ্যেই শারীরিক ও মৌখিক হেনস্তার অভিযোগ তুলেছেন বলিউড অভিনেত্রী মৌনী রায়। ঘটনাটি সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে মৌনী রায় জানান, অনুষ্ঠানের মঞ্চে ওঠার আগেই দর্শকসারিতে থাকা দুই বয়স্ক ব্যক্তি তার কোমরে হাত দিয়ে ছবি তোলার চেষ্টা করেন। বিষয়টি সঙ্গে সঙ্গে আপত্তিকর মনে হওয়ায় তিনি সরাসরি প্রতিবাদ জানান এবং তাদের হাত সরাতে বলেন। তবে তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি।

মৌনীর অভিযোগ, পারফরম্যান্স চলাকালীন সামনের সারিতে থাকা ওই ব্যক্তিরা তাকে লক্ষ্য করে অশালীন মন্তব্য ও ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করতে থাকেন। এমনকি তিনি সংযত হতে বলার পর তারা মঞ্চের দিকে গোলাপ ফুল ছুড়ে মারতে শুরু করেন। এতে পুরো পরিবেশ আরও অস্বস্তিকর হয়ে ওঠে।

এই ঘটনার জন্য আয়োজকদের অব্যবস্থাপনাকেও দায়ী করেন অভিনেত্রী। মৌনী জানান, পরিস্থিতি এতটাই অস্বাভাবিক ও মানসিকভাবে চাপের ছিল যে তিনি মাঝপথেই অনুষ্ঠান ছেড়ে চলে যেতে চেয়েছিলেন। তবে পেশাদারিত্বের কথা ভেবে শেষ পর্যন্ত পারফরম্যান্স সম্পন্ন করেন তিনি।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে মৌনী রায় বলেন, “আমার মতো একজন প্রতিষ্ঠিত অভিনেত্রীকে যদি এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তাহলে সাধারণ বা নতুন মেয়েদের নিরাপত্তা কোথায়?” তার এই মন্তব্য নতুন করে নারী নিরাপত্তা ও প্রকাশ্য অনুষ্ঠানে শিল্পীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে।

তিনি আরও বলেন, শিল্পীদের মূল্যায়ন হওয়া উচিত তাদের কাজ ও প্রতিভার মাধ্যমে, কোনোভাবেই অসম্মানজনক আচরণ গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

উল্লেখ্য, ছোট পর্দা থেকে অভিনয় জীবন শুরু করে ধীরে ধীরে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন মৌনী রায়। তার জনপ্রিয়তা ও পরিচিতির পরও এমন অভিজ্ঞতা সামনে আসায় বিষয়টি আরও বেশি আলোচনার জন্ম দিয়েছে। নেটিজেনদের বড় একটি অংশ মৌনীর পাশে দাঁড়িয়ে আয়োজকদের দায়িত্বহীনতার সমালোচনা করছেন।

এই ঘটনা আবারও স্মরণ করিয়ে দিল, বিনোদন জগতের ঝলমলে আড়ালের বাইরেও নারী শিল্পীদের নিরাপত্তা এখনো বড় এক চ্যালেঞ্জ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বামীর ইউনিফর্ম পরে টিকটক ভিডিও, রাজশাহীতে পুলিশ কনস্টেবল প

স্বামীর ইউনিফর্ম পরে টিকটক ভিডিও, রাজশাহীতে পুলিশ কনস্টেবল প