বিশ্বের ধনীতম ব্যক্তির তালিকায় নতুন এক মাইলফলক ছুঁয়েছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। ব্যক্তিগত সম্পদের হিসাবে ইতিহাসে প্রথমবারের মতো তার নিট সম্পদ ৭০০ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে।
ফোর্বস ম্যাগাজিনের রিয়েল-টাইম বিলিয়নিয়ার সূচক অনুযায়ী, ইলন মাস্কের বর্তমান সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭৪৮ দশমিক ৯ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৪ হাজার ৮৯০ কোটি ডলারের সমান। এই ধারাবাহিক ঊর্ধ্বগতির ফলে বিশ্লেষকদের ধারণা, খুব শিগগিরই তিনিই ইতিহাসের প্রথম ট্রিলিয়ন ডলার সম্পদের মালিক হতে পারেন।
এর আগে গত সপ্তাহেই মাস্কের সম্পদ ৬০০ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করে। তার মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের শেয়ার বাজারে আনার সম্ভাবনার খবর ছড়িয়ে পড়ার পর টেসলাসহ অন্যান্য কোম্পানির শেয়ারের দাম দ্রুত বেড়ে যায়, যা তার মোট সম্পদের পরিমাণে বড় প্রভাব ফেলে।
সম্প্রতি তার সম্পদমূল্য হঠাৎ করে ৭০০ বিলিয়ন ছাড়ানোর পেছনে একটি গুরুত্বপূর্ণ আইনি সিদ্ধান্তও ভূমিকা রেখেছে। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্ট টেসলার প্রধান নির্বাহী হিসেবে ইলন মাস্কের বিশাল বেতন প্যাকেজ বহাল রাখার নির্দেশ দেন। গত শুক্রবার দেওয়া এই রায়কে মাস্কের জন্য বড় ধরনের আইনি সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
২০১৮ সালে টেসলার সঙ্গে করা চুক্তি অনুযায়ী মাস্কের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছিল প্রায় ৫৬ বিলিয়ন ডলার। বর্তমান শেয়ারদর অনুযায়ী ওই বেতন প্যাকেজের বাজারমূল্য দাঁড়িয়েছে আনুমানিক ১৩৯ বিলিয়ন ডলার। শেয়ারগুলো হাতে পেলে টেসলায় মাস্কের মালিকানা ১২ দশমিক ৪ শতাংশ থেকে বেড়ে প্রায় ১৮ দশমিক ১ শতাংশে পৌঁছাবে।
বিশ্ব অর্থনীতি ও প্রযুক্তি খাতে ইলন মাস্কের এই উত্থান ইতোমধ্যেই ইতিহাসের অংশ হয়ে গেছে।
কসমিক ডেস্ক