মোহাম্মদপুরে জুলাই গণঅভ্যুত্থান: ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মোহাম্মদপুরে জুলাই গণঅভ্যুত্থান: ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 18, 2026 ইং
মোহাম্মদপুরে জুলাই গণঅভ্যুত্থান: ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ছবির ক্যাপশন:
ad728

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় জাহাঙ্গীর কবির নানকসহ মোট ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এর রেজিস্ট্রারের কাছে এ মামলার ফরমাল চার্জ জমা দেন প্রসিকিউশন।

বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের জানান, মোহাম্মদপুরে জুলাই মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় তদন্ত শেষে ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনপূর্বক ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। তিনি বলেন, অভিযোগ দাখিলের পর আজই এ বিষয়ে ট্রাইব্যুনালে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অভিযোগপত্রে যাদের আসামি করা হয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। জাহাঙ্গীর কবির নানক নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের সময়ে বস্ত্র ও পাটমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এ ছাড়া মামলায় কয়েকজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকেও আসামি করা হয়েছে বলে জানা গেছে।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের সময় মোহাম্মদপুর এলাকায় সংঘটিত সহিংস দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়। ওই সময় নিরস্ত্র মানুষের ওপর হামলা, নিপীড়ন এবং আইনবহির্ভূত কার্যক্রম পরিচালনার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

আইনজীবী ও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে মামলাটি বিচারিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করেছে। শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিলে সাক্ষ্যগ্রহণ ও বিচার কার্যক্রম আরও এগিয়ে যাবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী, মেয়র ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের ও অভিযোগ দাখিল দেশের বিচারিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ ঘটনা। এটি ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার ও সহিংস দমননীতির বিষয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে।

এদিকে মামলার শুনানি ও পরবর্তী কার্যক্রম ঘিরে রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। অভিযোগ গঠনের পর আদালতের পরবর্তী নির্দেশনার দিকে তাকিয়ে আছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিসিটিভি ফুটেজে সূত্র, সাভারে ৬ খুনের স্বীকারোক্তি

সিসিটিভি ফুটেজে সূত্র, সাভারে ৬ খুনের স্বীকারোক্তি