দুদকের আবেদনে আনিসুল হকের সম্পদ জব্দ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দুদকের আবেদনে আনিসুল হকের সম্পদ জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 6, 2026 ইং
দুদকের আবেদনে আনিসুল হকের সম্পদ জব্দ ছবির ক্যাপশন:
ad728

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিনটি গাড়ি ও ৬ দশমিক ২২ একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। জব্দকৃত এসব সম্পদের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৬ কোটি ২৫ লাখ ৫৫ হাজার ৭৭৯ টাকা।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ সোমবার এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষে আবেদনটি করেন সংস্থাটির উপপরিচালক জাহাঙ্গীর আলম। আবেদনে উল্লেখ করা হয়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ক্ষমতার অপব্যবহার করে নিজে ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।

আবেদন অনুযায়ী, আনিসুল হক ও তাঁর সংশ্লিষ্টদের নামে অসাধু উপায়ে অর্জিত সম্পদের পরিমাণ প্রায় ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকা। এছাড়া তাঁর ২৯টি ব্যাংক হিসাবে মোট ৩৪৯ কোটি ১৫ লাখ ২১ হাজার টাকা জমা হয় এবং এসব হিসাব থেকে ৩১৬ কোটি ৪৮ লাখ ৮১ হাজার টাকা উত্তোলন করা হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

দুদক আরও জানায়, আনিসুল হকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এসব সম্পদ জব্দ করা প্রয়োজন। অন্যথায় সংশ্লিষ্ট সম্পদ বিক্রি বা হস্তান্তরের আশঙ্কা রয়েছে।

আদালত আবেদনের যুক্তি গ্রহণ করে তদন্ত চলাকালীন এসব স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বাভাবিক এসেছে খালেদা জিয়ার সিটি স্ক্যান, জানাল মেডিকেল বোর

স্বাভাবিক এসেছে খালেদা জিয়ার সিটি স্ক্যান, জানাল মেডিকেল বোর