ফেব্রুয়ারিতে শুরু এইচএসসি টেস্ট পরীক্ষা, ১০ মার্চের মধ্যে ফল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফেব্রুয়ারিতে শুরু এইচএসসি টেস্ট পরীক্ষা, ১০ মার্চের মধ্যে ফল

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 5, 2026 ইং
ফেব্রুয়ারিতে শুরু এইচএসসি টেস্ট পরীক্ষা, ১০ মার্চের মধ্যে ফল ছবির ক্যাপশন:
ad728

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থীদের জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। নির্দেশনা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারি মাসে এইচএসসি পরীক্ষার্থীদের টেস্ট বা নির্বাচনি পরীক্ষা শুরু করতে হবে এবং আগামী ১০ মার্চের মধ্যে ফলাফল প্রকাশ নিশ্চিত করতে হবে।

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক সংশোধিত বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা ফেব্রুয়ারি মাসের মধ্যে আয়োজন করতে হবে। তবে টেস্ট পরীক্ষার নির্দিষ্ট তারিখ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পরীক্ষার সময়সূচি নির্ধারণ করতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, নির্বাচনি পরীক্ষার ফলাফল আগামী ১০ মার্চের মধ্যে প্রকাশ করতে হবে। সময়মতো ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বোর্ড।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম আগামী ১১ মার্চ থেকে শুরু হবে। ফরম পূরণের বিস্তারিত সময়সূচি, ফি এবং অন্যান্য নির্দেশনা সংবলিত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বোর্ড সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনি পরীক্ষা ও ফল প্রকাশ সম্পন্ন না হলে শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণে জটিলতা সৃষ্টি হতে পারে। সে কারণে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে নির্দেশনা জারি করা হয়েছে।

শিক্ষা বোর্ডের এই নির্দেশনার ফলে দেশের কলেজগুলোতে একাডেমিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
‘আজ বা কাল’ ইরানে ইন্টারনেট সেবা চালুর আশ্বাস

‘আজ বা কাল’ ইরানে ইন্টারনেট সেবা চালুর আশ্বাস