তানজিদ হাসানের ঝোড়ো ইনিংসে ঢাকার বিপক্ষে রাজশাহীর দাপুটে জয় The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তানজিদ হাসানের ঝোড়ো ইনিংসে ঢাকার বিপক্ষে রাজশাহীর দাপুটে জয়

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 12, 2026 ইং
তানজিদ হাসানের ঝোড়ো ইনিংসে ঢাকার বিপক্ষে রাজশাহীর দাপুটে জয় ছবির ক্যাপশন: ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে ঝোড়ো ব্যাটিংয়ে জয় নিশ্চিত করেন তানজিদ হাসান।
ad728

তানজিদ হাসানের বিধ্বংসী ইনিংসে ভর করে ঢাকা ক্যাপিটালসকে সহজেই হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট পর্বের শেষ ম্যাচে ১৩২ রানের লক্ষ্য মাত্র ১৬.১ ওভারে ৭ উইকেট হাতে রেখে টপকে যায় রাজশাহী। এই জয়ের মধ্য দিয়ে তারা শুধু নিজেদের প্লে–অফ নিশ্চিত করেনি, সঙ্গে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটানসকেও শেষ চারের টিকিট এনে দিয়েছে।

এই জয়ের ফলে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে রাজশাহী ওয়ারিয়র্স। চট্টগ্রাম রয়্যালস ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। সমান ১০ পয়েন্ট হলেও বেশি ম্যাচ খেলার কারণে নেট রান রেটে পিছিয়ে থেকে তৃতীয় স্থানে সিলেট টাইটানস। শেষ একটি প্লে–অফ স্থানের জন্য এখন রংপুর রাইডার্স, নোয়াখালী এক্সপ্রেস ও ঢাকার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালস দারুণ সূচনা পায়। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে তারা তুলে নেয় ৫৪ রান। তবে সপ্তম ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আবদুল গাফফা সাকলাইন। টানা দুই বলে উসমান খান ও সাইফ হাসানকে ফিরিয়ে ঢাকার ইনিংসে ধস নামান তিনি।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা। শেষদিকে রিপন মণ্ডলের দুর্দান্ত বোলিংয়ে আরও চাপে পড়ে দলটি। ২০তম ওভারের শেষ তিন বলে হ্যাটট্রিকসহ ৩ উইকেট তুলে নেন রিপন। ফলে ২০ ওভারে ১৩১ রানেই থামে ঢাকার ইনিংস। দলের পক্ষে উসমান খান করেন সর্বোচ্চ ৪১ রান, নাসির হোসেন যোগ করেন ২৪। রাজশাহীর হয়ে সাকলাইন নেন ৪ উইকেট, রিপনের শিকার ৩টি।

রান তাড়ায় রাজশাহী শুরুটা করে আত্মবিশ্বাসের সঙ্গে। ৪.২ ওভারে ওপেনিং জুটিতে আসে ৩৮ রান। মুহাম্মদ ওয়াসিম ২২ রান করে ফিরলেও এরপর দায়িত্ব নেন তানজিদ হাসান। অধিনায়ক নাজমুল হোসেন দ্রুত ফিরলেও তানজিদের ব্যাটে কোনো চাপে পড়েনি রাজশাহী।

মাত্র ৪৩ বলে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তানজিদ। ইনিংসজুড়ে ছিল একাধিক দৃষ্টিনন্দন চার ও ছক্কা। ১৪তম ওভারের শেষ বলে আউট হওয়ার সময় দলের স্কোর ছিল ১১৫। বাকি কাজটা নির্বিঘ্নে শেষ করেন মুশফিকুর রহিম ও জিমি নিশাম।

শেষ পর্যন্ত ৭ উইকেটের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী ওয়ারিয়র্স, আর বিদায় নিশ্চিত হয় ঢাকা ক্যাপিটালসের।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ত্রয়োদশ সংসদ নির্বাচন: নির্বাচন কমিশনে ৬৪৫ আপিল, শনিবার শুরু

ত্রয়োদশ সংসদ নির্বাচন: নির্বাচন কমিশনে ৬৪৫ আপিল, শনিবার শুরু