চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত রংপুর রাইডার্স নিজেদের প্রথম ম্যাচেই দাপটের ছাপ রেখেছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালসকে সহজেই ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে জয়ের দিয়ে শুরু করেছে নুরুল হাসান সোহানের দল।
টস জিতে রংপুর প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। চট্টগ্রাম এ ম্যাচে দলে যুক্ত করে ইংল্যান্ডের ব্যাটার অ্যাডাম রসিংটনকে। তবে ইনিংসের প্রথম ওভারেই মাত্র ১ রান করে আউট হয়ে যান তিনি। এরপর মির্জা বেগের সঙ্গে ইনিংস গড়ার চেষ্টা করেন নাঈম শেখ। বড় অঙ্কের পারিশ্রমিকে দলে থাকা নাঈম শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করলেও পাওয়ারপ্লের আগেই বিদায় নেন। ২০ বলে সাতটি চার ও একটি ছক্কায় ৩৯ রান করেন তিনি।
নাঈম ফিরে যাওয়ার পর চট্টগ্রামের ব্যাটিংয়ে ধস নামে। আগের ম্যাচের নায়ক মির্জা বেগ ২৪ বলে ২০ রান করে আউট হন। এরপর মাহমুদুল হাসান জয়, মাহফিজুল ইসলাম, মাসুদ গুরবাজ ও অধিনায়ক শেখ মেহেদীসহ একের পর এক ব্যাটার দ্রুত সাজঘরে ফিরতে থাকেন। শেষ পর্যন্ত ১৭.৫ ওভারে মাত্র ১০২ রানেই গুটিয়ে যায় চট্টগ্রাম।
রংপুরের বোলারদের মধ্যে ফাহিম আশরাফ ছিলেন সবচেয়ে উজ্জ্বল। তিনি একাই শিকার করেন ৫টি উইকেট। মুস্তাফিজুর রহমান নেন ২টি উইকেট। এছাড়া নাহিদ রানা, আলিস ইসলাম ও সুফিয়ান মুকিম একটি করে উইকেট তুলে নেন।
সহজ লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রংপুর। দুই ওপেনার লিটন দাস ও ডেভিড মালান চট্টগ্রামের বোলিং আক্রমণকে একপ্রকার নিষ্প্রভ করে দেন। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৯১ রান। লিটন দাস ৩১ বলে ৪৭ রান করে আউট হলে জুটি ভাঙে। অন্য প্রান্তে মালান নিজের অর্ধশতক পূর্ণ করেন। জয় নিশ্চিত হওয়ার আগ মুহূর্তে তিনি ৪৮ বলে ৫১ রান করে ফিরে যান।
শেষ কাজটি সারেন খুশদিল শাহ, একটি ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি। মাহমুদউল্লাহ রিয়াদ ৪ বলে ১ রান করে অপরাজিত থাকেন। ৫ ওভার ও ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে রংপুর রাইডার্স।
কসমিক ডেস্ক