ট্রেন-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল তিন শ্রমিকের, আহত ১০ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ট্রেন-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল তিন শ্রমিকের, আহত ১০

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 13, 2026 ইং
ট্রেন-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল তিন শ্রমিকের, আহত ১০ ছবির ক্যাপশন:
ad728

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় একটি অরক্ষিত রেলক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিকবাহী একটি পিকআপের তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) বেলা তিনটার দিকে বোয়ালমারী পৌর সদরের সোতাশি এলাকায় কালুখালী–ভাটিয়াপাড়া রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— জনতা জুট মিলের শ্রমিক ময়না ইউনিয়নের বিলকড়ইল গ্রামের ছায়ফার মোল্লার দুই ছেলে মো. জব্বার মোল্লা (২২) ও মো. মুছা মোল্লা (২০) এবং একই গ্রামের আবুল কালামের স্ত্রী জাহানারা বেগম (৪৫)।

দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জনতা জুট মিলের ১৫ জন শ্রমিক কাজ শেষে একটি পিকআপে করে বোয়ালমারী পৌর সদরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সোতাশি এলাকার অরক্ষিত রেলক্রসিংয়ে পৌঁছালে কালুখালী থেকে ভাটিয়াপাড়াগামী একটি যাত্রীবাহী লোকাল ট্রেনের সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা বিলায়েত হোসেন বলেন, বাড়ির কাছেই দুর্ঘটনাটি ঘটে। হঠাৎ বিকট শব্দ শুনে ছুটে গিয়ে দেখেন, ট্রেনের ধাক্কায় শ্রমিকবাহী গাড়িটি দুমড়েমুচড়ে গেছে এবং কয়েকজন শ্রমিক রাস্তায় পড়ে আছেন।

দুর্ঘটনার খবর পেয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান ও বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কু‌ড়িগ্রা‌মে ট্রা‌কের ধাক্কায় সাবেক সেনা সদস্যর মৃত্যু, ছে‌ল

কু‌ড়িগ্রা‌মে ট্রা‌কের ধাক্কায় সাবেক সেনা সদস্যর মৃত্যু, ছে‌ল