বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন পরিচালক ইশতিয়াক সাদেক। মঙ্গলবার অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের সভায় তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগের কারণ সম্পর্কে জানতে চাইলে ইশতিয়াক সাদেক গণমাধ্যমকে বলেন, গেম ডেভেলপমেন্ট বিভাগের মতো গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে থেকেও তিনি পর্যাপ্ত সময় দিতে পারছেন না—এই উপলব্ধি থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, এত বড় একটি বিভাগের দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারার বিষয়টি তাকে ব্যক্তিগতভাবে অনুতপ্ত করেছে।
ইশতিয়াক সাদেক আরও জানান, তার পরিবর্তে যিনি দায়িত্ব গ্রহণ করবেন, তিনি বিভাগের উন্নয়নে প্রয়োজনীয় সময় ও মনোযোগ দিতে পারবেন বলে তিনি আশাবাদী। তার ভাষায়, ভবিষ্যতে নতুন নেতৃত্ব এই বিভাগকে আরও এগিয়ে নেবে—এমন বিশ্বাস তার রয়েছে।
বোর্ডের সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্ব বা অন্য কোনো পরিচালকের সঙ্গে মতবিরোধের কারণে পদত্যাগ করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে তা নাকচ করে দেন। ইশতিয়াক সাদেক বলেন, বিসিবির কারোর সঙ্গেই তার কোনো সমস্যা নেই এবং সবার সঙ্গে তার সুসম্পর্ক বজায় রয়েছে। তিনি নিজ সিদ্ধান্তেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
এদিকে বিসিবির অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, বোর্ডের সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে আরও দুই থেকে তিনজন পরিচালক আগামী দিনে পদত্যাগ করতে পারেন বলে আলোচনা চলছে।
কসমিক ডেস্ক