বিসিবি-ক্রিকেটার দ্বন্দ্বে স্থবির বিপিএল সূচি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিসিবি-ক্রিকেটার দ্বন্দ্বে স্থবির বিপিএল সূচি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 15, 2026 ইং
বিসিবি-ক্রিকেটার দ্বন্দ্বে স্থবির বিপিএল সূচি ছবির ক্যাপশন:
ad728

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে শুরু হওয়া ক্রিকেটারদের বয়কটের জট এখনো কাটেনি। সমস্যার কোনো কার্যকর সমাধান না আসায় দিনের প্রথম ম্যাচ মাঠে গড়ায়নি। সেই ধারাবাহিকতায় স্থগিত হলো দিনের দ্বিতীয় ম্যাচও।

পরিচালক এম নাজমুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিলেও ক্রিকেটারদের দাবি পূরণ হয়নি বলে জানায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। ফলে নির্ধারিত সময়ে মাঠে আসেনি কোনো দলই। মাঠের পরিস্থিতি স্পষ্ট করে দেয়, আজ বৃহস্পতিবার বিপিএলের কোনো ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে না।

দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে নোয়াখালি এক্সপ্রেসের মাঠে নামার কথা ছিল। আর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের। কিন্তু কোয়াবের বয়কট কর্মসূচির কারণে দুটি ম্যাচই স্থগিত হয়ে যায়।

ক্রিকেটারদের মূল দাবি ছিল—এম নাজমুল ইসলামের পদত্যাগ। বিসিবি তার দায়িত্ব থেকে অব্যাহতি দিলেও আনুষ্ঠানিক পদত্যাগ না হওয়ায় ক্রিকেটাররা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকেন।

যদিও বিসিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি, তবে মাঠের চিত্রই বাস্তবতা জানিয়ে দিয়েছে। বিকেল পাঁচটার পর মাঠে থাকা সম্প্রচার সংশ্লিষ্ট কর্মীরা স্টেডিয়াম ত্যাগ করেন এবং পুরো উইকেট ঢেকে দেওয়া হয়। এতে স্পষ্ট হয়ে যায়—আজ বিপিএলের কোনো ম্যাচই আর মাঠে গড়াবে না।

এই অচলাবস্থায় বিপিএলের ভবিষ্যৎ সূচি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ক্রিকেট অঙ্গনে এখন সবার দৃষ্টি বিসিবি ও কোয়াবের পরবর্তী সিদ্ধান্তের দিকে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাপা ইস্যুতে কঠোর ভাষায় এনসিপি সদস্যসচিব আখতার হোসেন

জাপা ইস্যুতে কঠোর ভাষায় এনসিপি সদস্যসচিব আখতার হোসেন