রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে একটি সাততলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত অবস্থায় ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল জানায়, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে অবস্থিত সাততলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। খবর পাওয়ার চার মিনিটের মধ্যে, সকাল ৭টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিসকে জানানো হয়। এরপর সকাল ৭টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুনে তিনজন ঘটনাস্থলেই মারা যান বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ছাড়া ভবনের ভেতর থেকে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। আহতদের তাৎক্ষণিকভাবে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
আগুন লাগার কারণ ও নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে।
কসমিক ডেস্ক