মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে পরপর দুই দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চল। ভোররাতে হওয়া এই কম্পনে অনেক এলাকায় মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গতকাল ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। এর ঠিক ১৩ সেকেন্ড পর, ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প অনুভূত হয়, বিশেষ করে সিলেট অঞ্চলে এর প্রভাব বেশি ছিল।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। কম্পনের রেশ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে বলে জানিয়েছেন অনেক বাসিন্দা।
তবে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
আবহাওয়া ও ভূতত্ত্ব বিশেষজ্ঞরা জানিয়েছেন, দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২, যা মধ্যম মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত। এ ধরনের ভূমিকম্পের পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আফটারশক হওয়ার সম্ভাবনা থাকে। সে কারণে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
ভূমিকম্পপ্রবণ অঞ্চলে বসবাসকারী মানুষকে আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।