ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার দোহারো গ্রামে বাবু জোয়াদ্দার ও নজির জোয়ার্দারের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ চলাকালে লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষ একে অপরের ওপর হামলা চালায়।
আহতদের মধ্যে মিলন জোয়াদ্দার, আমিরুল মন্ডল, আবুল কালাম, জুবায়ের, মজনু মোল্লা ও শিহাব জোয়ার্দার রয়েছেন। আহতদের কয়েকজনকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষের সময় এলাকায় দুটি বসতবাড়ি, একটি দোকান এবং একটি ইজিবাইকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে শৈলকূপা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, দোহারো গ্রামে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণভাবে প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে।
তিনি আরও জানান, দুই পক্ষের সামাজিক মাতব্বররা থানায় উপস্থিত হয়ে পারস্পরিক আলোচনার মাধ্যমে বিষয়টি আপোষ-মীমাংসা করেছেন।