কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিজ অস্ত্রের গুলিতে বিজিবি’র সদস্য নিহত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিজ অস্ত্রের গুলিতে বিজিবি’র সদস্য নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 2, 2026 ইং
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিজ অস্ত্রের গুলিতে  বিজিবি’র সদস্য নিহত ছবির ক্যাপশন:
ad728
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দায়িত্বরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে এক বিজিবি’র সদস্য নিহত হয়েছে।এ ঘটনাটি ঘটেছে লালমনিহাট ১৫ বিজিবি’র ব্যাটালিয়নের ফুলবাড়ী উপজেলার কাশিপুর কোম্পানির অধীনে গংগারহাট বিওপি ক্যাম্পে। নিহত বিজিবির সিপাহী সদস্যের নাম নাসিম উদ্দিন (২৩) । তার ব্যাচ নং ১১৪৬০৪ । তিনি ঝিনাইদহ জেলা সদরের খাজুরা গ্রামের বাবুল মন্ডলের ছেলে। 


ফুলবাড়ী থানার মামলা সুত্রে জানা যায, শুক্রবার রাত ১টা হতে সকাল ৭টা পর্যন্ত ওই বিজিবি সদস্য নিয়মিত টহল ডিউটিতে ছিল। ডিউটি শুরু করার জন্য ইউনির্ফম পড়ে নিজ নামে ইস্যুকৃত অস্ত্রগুলিসহ প্রস্তুত হন। এর মধ্যে ক্যাম্পের সৈনিক ব্যারাকের পূর্ব পাশে  বাউন্ডারীর  ভিতরে  ইস্যুকৃত অস্ত্রের এক রাউন্ড গুলি তার বুকে ফায়ার করলে ডান পাশে লেগে  গুলিবিদ্ধ হন। গুলির শব্দ শুনে অন্যান্য বিজিবির সদস্যরা তারাহুরা করে আহত বিজিবিকে  উদ্ধার করেন। পরে  রাত দেড়টায় দ্রুত ওই বিজিবি সদস্যকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে আসে। এ সময়  কর্তব্যরত চিকিৎিসক ওই বিজিবিকে মৃত ঘোষনা করেন। 

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্র এর কর্মরত চিকিৎসক ডাঃ বায়োজিদ হাসান জানান , গংগারহাট বিওপি ক্যাম্পে একজন সদস্য গুলিবিদ্ধ হওয়ায় আহতকে  হাসপাতালে নিয়ে আসেন । কিন্তু চিকিৎসা দেয়ার আগে তিনি মারা গেছেন। 

কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম জানান, নিজ অস্ত্রের গুলিতে এক বিজিবি’র সদস্য নিহত হয়েছে। এ বিষয় থানায় অভিযোগ করা হয়েছে। 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাইম জানান , সুবেদার জাহাঙ্গীর আলমের লিখিত অভিযোগে নিহত বিজিবি সদস্যের একটি ইউ ডি মামলা করা হয়েছে। লাশ  ময়না তদন্ত  করার জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উত্তরার ভবনে আগুনে নিহত ৩, হাসপাতালে ১৩

উত্তরার ভবনে আগুনে নিহত ৩, হাসপাতালে ১৩