তেঁতুলিয়ায় ৭.৭ ডিগ্রিতে নামল তাপমাত্রা, জনজীবনে স্থবিরতা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তেঁতুলিয়ায় ৭.৭ ডিগ্রিতে নামল তাপমাত্রা, জনজীবনে স্থবিরতা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 11, 2026 ইং
তেঁতুলিয়ায় ৭.৭ ডিগ্রিতে নামল তাপমাত্রা, জনজীবনে স্থবিরতা ছবির ক্যাপশন:
ad728

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা আরও বেড়েছে। ঘন কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসের কারণে জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে সকালবেলা ঘন কুয়াশার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং খেটে খাওয়া মানুষ পড়েছেন চরম দুর্ভোগে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, রোববার (১১ জানুয়ারি) ভোর ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার, যা শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে।

এর আগের দিন শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার। দিনভর কুয়াশার কারণে সূর্যের দেখা মেলেনি দীর্ঘ সময়। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানায়, গত কয়েক দিন ধরেই পঞ্চগড়ে তাপমাত্রার ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন বুধবার (৭ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমে অন্যতম সর্বনিম্ন। সেদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, “গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রার ব্যাপক ওঠানামা হচ্ছে। টানা দুই দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখানে রেকর্ড হওয়ার পর আজ জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েক দিন এ ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে।”

এদিকে শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বৃদ্ধ ও নিম্নআয়ের মানুষ। সকালে কাজে বের হতে না পেরে অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। স্থানীয়দের দাবি, শীতার্ত মানুষের জন্য দ্রুত পর্যাপ্ত শীতবস্ত্র ও সহায়তা প্রয়োজন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ধরে রাখতে ভারতীয় মিডিয়া সক্রিয়

বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ধরে রাখতে ভারতীয় মিডিয়া সক্রিয়