নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি স্টিল কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে তারাব পৌরসভার বরপা এলাকায় অবস্থিত বিক্রমপুর স্টিল লিমিটেড নামের কারখানায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই কারখানার ভাট্রি (ফার্নেস) থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে পুরো কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবজেল হোসেন জানান, বিস্ফোরণের সময় ভাটির কাছেই কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এতে ঘটনাস্থলেই আলম হোসেন নামে এক শ্রমিক গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, বিস্ফোরণে আহত অপর দুই শ্রমিককে উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত আহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার ভাটির ভেতরে অতিরিক্ত চাপ বা কারিগরি ত্রুটির কারণেই বিস্ফোরণটি ঘটতে পারে। তবে সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কারখানার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ নির্ণয়ে তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে কারখানার নিরাপত্তা ব্যবস্থাপনা ও শ্রমিকদের সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখা হবে।
উল্লেখ্য, শিল্প এলাকায় এ ধরনের দুর্ঘটনা নতুন নয়। এর আগেও নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে শ্রমিক হতাহতের ঘটনা ঘটেছে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কারখানাগুলোতে নিয়মিত তদারকি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কসমিক ডেস্ক