দিনাজপুর-৩: খালেদা জিয়ার পক্ষে জেলা বিএনপির ফরম জমা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দিনাজপুর-৩: খালেদা জিয়ার পক্ষে জেলা বিএনপির ফরম জমা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 29, 2025 ইং
দিনাজপুর-৩: খালেদা জিয়ার পক্ষে জেলা বিএনপির ফরম জমা ছবির ক্যাপশন: দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে জেলা বিএনপির নেতা ও নেত্রীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন।
ad728

দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি সাজেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলামের নিকট ফরম জমা দেন।

এ সময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, আলহাজ্ব আবু বকর সিদ্দিক, আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্নাসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলাদল, শ্রমিকদল, কৃষকদল, ওলামা দলসহ বিএনপির অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম জমা দেওয়ার পর জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল বলেন, “বেগম খালেদা জিয়া আমাদের দিনাজপুরের কন্যা। তার পক্ষে আমরা মনোনয়ন ফরম জমা দিয়েছি। আমরা আশাবাদী, বিপুল ভোটে তিনি জিতবেন। এ পর্যন্ত তিনি ২৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। আমরা আশা করছি এবারও তিনি এই আসনে বিপুল ভোটে বিজয়ী হবেন। তিনি অসুস্থ, তার জন্য আমরা দোয়া করছি—আল্লাহ যেন সুস্থ করে তাঁকে আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং দেশ গড়ার কাজে অংশ নিতে পারেন।”


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তানজিদ হাসানের ঝোড়ো ইনিংসে ঢাকার বিপক্ষে রাজশাহীর দাপুটে জয়

তানজিদ হাসানের ঝোড়ো ইনিংসে ঢাকার বিপক্ষে রাজশাহীর দাপুটে জয়