বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেট থেকে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছেন। এ উপলক্ষে আগামী বৃহস্পতিবার তাঁর সিলেট সফরের কথা রয়েছে। সফরকালে তিনি হজরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। দলের একাধিক নেতা জানিয়েছেন, তিন দিনের সফরে তিনি সিলেট ও বগুড়া এলাকায় সময় দিতে পারেন।
এর আগে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথমবারের মতো বসেন তারেক রহমান। রোববার দুপুরে তিনি গুলশান অ্যাভিনিউয়ের বাসা থেকে কার্যালয়ে পৌঁছালে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতারা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়ের পর তিনি দোতলায় নিজের কক্ষে নেতাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন।
এদিন তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম পূরণ করেন। রোববার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয় এবং গুলশান কার্যালয়ে বসেই তিনি তাতে স্বাক্ষর করেন। মনোনয়নপত্র সোমবার জমা দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়েও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে।
নির্বাচন কমিশনের অনুমোদনের পর তারেক রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। তাঁর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও ভোটার হয়েছেন। ইসি সূত্র জানায়, তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের গুলশান অ্যাভিনিউ এলাকার ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। ইসি কর্মকর্তারা জানান, সংসদ নির্বাচনের প্রার্থী হতে নির্দিষ্ট এলাকার ভোটার হওয়া বাধ্যতামূলক নয়।
এদিকে রোববার রাতে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে গিয়ে তাঁর মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজখবর নেন। পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কিছু সময় হাসপাতালে অবস্থান করেন বলে বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে।
কসমিক ডেস্ক