শরিফ হাদির মৃত্যুতে অরাজকতা: সরকার পরিস্থিতি আন্দাজ করতে পারছিল না- সালাহউদ্দিন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শরিফ হাদির মৃত্যুতে অরাজকতা: সরকার পরিস্থিতি আন্দাজ করতে পারছিল না- সালাহউদ্দিন

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 19, 2025 ইং
শরিফ হাদির মৃত্যুতে অরাজকতা: সরকার পরিস্থিতি আন্দাজ করতে পারছিল না- সালাহউদ্দিন ছবির ক্যাপশন:
ad728

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যু ঘিরে দেশের বিভিন্ন স্থানে অরাজক পরিস্থিতি সৃষ্টি হওয়া নিয়ে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এই পরিস্থিতি আগেই আন্দাজ করে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত ছিল।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “সরকারকে আমরা অনুরোধ করবো, যেন তারা সব ধরনের কঠোর আইনগত ব্যবস্থা নেয়। তবে এক্ষেত্রে সরকারের কিছু বিষয় নিয়ে সমালোচনারও জায়গা আছে। এ ধরনের পরিস্থিতি আন্দাজ করা উচিত ছিল। গোয়েন্দা প্রতিবেদন থাকা দরকার ছিল এবং সতর্কতামূলক ব্যবস্থা আগে থেকেই নেওয়া উচিত ছিল।”

তিনি আরও যোগ করেন, “কিছু নির্দিষ্ট লক্ষ্যের স্থান আগে থেকেই নির্ধারণ করা হয়েছিল বলে আমরা দেখেছি। এর মাধ্যমে সারাদেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার কোনো অপপরিকল্পনা বা অপকৌশল আছে কি না তা খতিয়ে দেখা প্রয়োজন।”

তবে বিএনপির নেতা জোর দেন, এমন কোনো কার্যকলাপের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত করা যাবে না।

সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে নিরাপত্তাজনিত সব বিষয়ে সরকারের সঙ্গে সমন্বয় চলছে এবং সরকার যথেষ্ট সহযোগিতা করছে।

তিনি আরও বলেন, “এই কর্মসূচি কোনো জনসভা নয়। এটি ৩০০ ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে। আজই বিষয়টি চূড়ান্ত করা হবে। তারেক রহমান জনগণের সামনে উপস্থিত হবেন, জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবেন। এটি সদস্যপদ বিতরণ বা জনসভা নয়।”

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৫ ডিসেম্বর এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কয়লাভিত্তিক বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার উদ্যোগ নিল সরকার

কয়লাভিত্তিক বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার উদ্যোগ নিল সরকার