রাষ্ট্র সংস্কারে কাঠামোগত পরিবর্তনের প্রতিশ্রুতি এনসিপির The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাষ্ট্র সংস্কারে কাঠামোগত পরিবর্তনের প্রতিশ্রুতি এনসিপির

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 19, 2026 ইং
রাষ্ট্র সংস্কারে কাঠামোগত পরিবর্তনের প্রতিশ্রুতি এনসিপির ছবির ক্যাপশন:
ad728

জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে তাদের নির্বাচনি ইশতেহার প্রণয়নের কাজ করছে। দলীয় সূত্র জানিয়েছে, এনসিপির ইশতেহারে রাষ্ট্র, নাগরিক ও প্রতিষ্ঠান—এই তিন স্তরে মৌলিক ও কাঠামোগত পরিবর্তনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এর মূল লক্ষ্য হবে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা।

দলীয় একাধিক সূত্র জানায়, ইশতেহারে আধিপত্যবাদ মোকাবিলা এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব সুরক্ষায় প্রতিরক্ষা সক্ষমতা সুসংহত করার পরিকল্পনা থাকবে। পাশাপাশি অর্থনৈতিক আত্মনির্ভরতা জোরদার, জাতীয় বাজেটের সুষম বণ্টন এবং সাংস্কৃতিক অনন্যতা সংরক্ষণ ও বিকাশে তরুণদের উদ্ভাবনী শক্তির সঙ্গে তথ্যপ্রযুক্তিনির্ভর সমাধান যুক্ত করার কথা বলা হবে।

এনসিপি সূত্রে জানা গেছে, গত ১৫ জানুয়ারি এহতেশাম হককে প্রধান এবং ইশতিয়াক আকিবকে সেক্রেটারি করে আট সদস্যবিশিষ্ট ইশতেহার বিষয়ক উপকমিটি গঠন করা হয়েছে। এই কমিটি স্বল্প সময়ের মধ্যে দলের নির্বাচনি ইশতেহারের খসড়া প্রণয়নে কাজ করছে। তবে ইশতেহারটি এখনো চূড়ান্ত হয়নি।

দলটির নেতারা জানান, এনসিপির লক্ষ্য হচ্ছে বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা—যেখানে মৌলিক অধিকার, ব্যক্তিগত নিরাপত্তা ও মানবিক মর্যাদা নিশ্চিত থাকবে। এ লক্ষ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও সেবামুখী করে পুনর্গঠনের অঙ্গীকার থাকবে ইশতেহারে।

সূত্র অনুযায়ী, ইশতেহারে গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে ঘোষিত এনসিপির ২৪ দফা ইশতেহারের মধ্য থেকে আগামী পাঁচ বছরে বাস্তবায়নযোগ্য বিষয়গুলোর সুনির্দিষ্ট পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হবে। একই সঙ্গে ধনীদের ওপর অতিরিক্ত করারোপ, সরকারের রাজস্ব আয় বাড়ানোর কৌশল, অর্থনৈতিক আত্মনির্ভরতার লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং তা বাস্তবায়নের প্রতিশ্রুতি থাকবে।

ইশতেহারে আরও থাকছে মন্ত্রী, সংসদ সদস্যসহ জনপ্রতিনিধি এবং সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের বার্ষিক আয় ও সম্পদের হিসাব অনলাইনে প্রকাশ ও নিয়মিত হালনাগাদের প্রতিশ্রুতি। পাশাপাশি বাংলাদেশের কর-জিডিপি অনুপাত বৃদ্ধি, শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ, কম আয়ের মানুষের করমুক্ত সীমা বাড়ানো এবং উচ্চ আয়ের ক্ষেত্রে করহার বৃদ্ধি করার পরিকল্পনা থাকবে।

এ ছাড়া নতুন কর্মসংস্থান সৃষ্টিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি খাতভিত্তিক পরিকল্পনা, ছয় মাসের মাতৃত্বকালীন ও এক মাসের পিতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলক করা, কর্মজীবী মায়েদের জন্য ডে-কেয়ার সেন্টার বৃদ্ধি, জাতীয় স্বাস্থ্য ডেটাবেস ও ডিজিটাল সার্ভার স্থাপনের বিষয়গুলোও ইশতেহারে অন্তর্ভুক্ত থাকবে।

রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা বাড়ানো, মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র ও উন্নত ড্রোন সংগ্রহ, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত র‍্যাব বিলুপ্ত এবং নিরাপত্তা বাহিনীর সংস্কারে ‘ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন’ গঠনের প্রতিশ্রুতিও থাকবে ইশতেহারে।

উল্লেখ্য, গত ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশ থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ‘সেকেন্ড রিপাবলিক’ প্রতিষ্ঠার লক্ষ্যে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেন। সেই ঘোষিত ইশতেহারের আলোকে আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে চূড়ান্ত ইশতেহার প্রকাশ করবে জাতীয় নাগরিক পার্টি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শহীদের রক্তের অঙ্গীকার রক্ষায় ঐক্যের আহ্বান এবি পার্টির

শহীদের রক্তের অঙ্গীকার রক্ষায় ঐক্যের আহ্বান এবি পার্টির