মধ্যরাতে টঙ্গী থেকে গ্রেপ্তার ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মধ্যরাতে টঙ্গী থেকে গ্রেপ্তার ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 25, 2025 ইং
মধ্যরাতে টঙ্গী থেকে গ্রেপ্তার ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী ছবির ক্যাপশন:
ad728

ব্ল্যাকমেইলিং, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে গাজীপুরের টঙ্গী এলাকায় তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে রাজধানীর গুলশান এলাকার এক ব্যবসায়ীর কাছ থেকে আন্দোলন–সংক্রান্ত মামলার ভয় দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায়ের অভিযোগ তদন্তে উঠে আসে। অনুসন্ধানে দেখা যায়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র এই কার্যক্রমে জড়িত ছিল এবং অভিযোগ অনুযায়ী ওই চক্রের নেতৃত্বে ছিলেন তাহরিমা জান্নাত সুরভী। প্রাথমিক তদন্তে চক্রটির বিরুদ্ধে প্রায় ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের তথ্যও সামনে এসেছে বলে জানায় পুলিশ।

অভিযোগে বলা হয়েছে, গত বছরের জুলাই–আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত একাধিক গুরুতর মামলায় নাম জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে ধাপে ধাপে অর্থ আদায় করা হতো। মামলার আসামি করা, গ্রেপ্তার ও পুলিশি হয়রানির আশঙ্কা দেখিয়ে পরে সমাধানের প্রলোভন দিয়ে বড় অঙ্কের টাকা দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে।

তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের একজন শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও, লাইভ সম্প্রচার ও বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে তিনি আলোচনায় আসেন। পুলিশের দাবি, এই পরিচিতিকে ব্যবহার করে তিনি বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করতেন এবং পরে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার তদন্ত অগ্রগতি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সেন্টমার্টিনগামী ‘দ্য আটলান্টিক ক্রুজ’-এ আগুন, সম্পূর্ণ পুড়ে

সেন্টমার্টিনগামী ‘দ্য আটলান্টিক ক্রুজ’-এ আগুন, সম্পূর্ণ পুড়ে