ব্যালট অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের বিক্ষোভ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ব্যালট অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের বিক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 19, 2026 ইং
ব্যালট অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের বিক্ষোভ ছবির ক্যাপশন:
ad728

ব্যালট পেপার সংক্রান্ত অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সরেজমিনে দেখা গেছে, সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে মহানগরের বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন। পরে সোয়া ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হয়।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নির্বাচন কমিশনের কয়েকটি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

ছাত্রদলের পক্ষ থেকে তিনটি প্রধান অভিযোগ তুলে ধরা হয়। প্রথমত, পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে বলে দাবি করা হয়।

দ্বিতীয়ত, বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে নির্বাচন কমিশন দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করছে বলে অভিযোগ করা হয়।

তৃতীয়ত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে নির্বাচন কমিশন নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে বলে দাবি করে ছাত্রদল। তাদের মতে, এটি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা বলেন, এসব অভিযোগের সন্তোষজনক সমাধান না হলে তারা আন্দোলন আরও জোরদার করবেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে বিজিবির অভিযানে ৩০ লাখ ২৯ হাজার ৮৯৫ টাকা মুল্যের

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ৩০ লাখ ২৯ হাজার ৮৯৫ টাকা মুল্যের