অর্ধশত আসনে বিদ্রোহী প্রার্থীর চাপ, দুশ্চিন্তায় বিএনপি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

অর্ধশত আসনে বিদ্রোহী প্রার্থীর চাপ, দুশ্চিন্তায় বিএনপি

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 29, 2025 ইং
অর্ধশত আসনে বিদ্রোহী প্রার্থীর চাপ, দুশ্চিন্তায় বিএনপি ছবির ক্যাপশন:
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের প্রায় অর্ধশত আসনে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীর তৎপরতায় বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা তৈরি হলেও, মনোনয়ন জটিলতা ও অভ্যন্তরীণ কোন্দল অনেক আসনে বিএনপির নির্বাচনী প্রস্তুতিকে দুর্বল করে দিচ্ছে।

দলীয় সূত্র জানায়, বিদ্রোহ ঠেকাতে এখন পর্যন্ত ১৭টি আসনে মনোনয়ন পরিবর্তন করা হলেও বাকি আসনগুলোতে সমস্যা রয়ে গেছে। দ্রুত তৃণমূলকে ঐক্যবদ্ধ করা না গেলে বহু আসনে ভোটের ফল বিপর্যয়ের আশঙ্কা করছেন দলটির একাধিক নেতা।

গত ৩ নভেম্বর প্রথম দফায় বিএনপি ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করে। একদিন পর মাদারীপুর-১ আসনের প্রার্থিতা স্থগিত করা হয়। পরে ৪ ডিসেম্বর আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে ২৮ আসনে আনুষ্ঠানিক তালিকা প্রকাশ না হলেও চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। এর মধ্যে আটটি আসনে জোট নেতারা এবং আরও পাঁচটি আসনে ধানের শীষ প্রতীকে অন্য নেতারা নির্বাচন করছেন।

প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই বিভিন্ন এলাকায় মনোনয়নবঞ্চিত নেতাদের বিক্ষোভ শুরু হয়। কোনো কোনো স্থানে তা সহিংসতায় রূপ নেয় এবং হতাহতের ঘটনাও ঘটে। মনোনয়নবঞ্চিত নেতাদের অভিযোগ, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে ভূমিকা ও জনপ্রিয়তার বিষয়টি উপেক্ষা করে একটি গোষ্ঠীর প্রভাবেই মনোনয়ন দেওয়া হয়েছে।

যদিও বিএনপির পক্ষ থেকে শুরুতেই বলা হয়েছিল, ঘোষিত তালিকা প্রাথমিক এবং প্রয়োজনে পরিবর্তন করা হবে। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তন করা হলেও প্রায় অর্ধশত আসনে অসন্তোষ প্রশমিত হয়নি। এসব আসনের অনেক নেতাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

সর্বশেষ রদবদলের অংশ হিসেবে ঢাকা-১৭ আসনে সমমনা শরিক দলের নেতাকে সরিয়ে সেখানে তারেক রহমান নিজে প্রার্থী হচ্ছেন। ভোলা-১, ব্রাহ্মণবাড়িয়া-৪, চট্টগ্রাম-৬ ও নারায়ণগঞ্জ-৫ আসনেও প্রার্থী পরিবর্তন করা হয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম-১২, নাটোর-১, নোয়াখালী-৫, ঢাকা-১২, ময়মনসিংহ-৮, পটুয়াখালী-৩ ও ঝিনাইদহ-২ আসনসহ একাধিক জায়গায় মনোনয়নবঞ্চিত নেতারা স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এ ছাড়া কুষ্টিয়া-৪, জামালপুর-২ ও দিনাজপুর-২ আসনসহ আরও অনেক এলাকায় একই পরিস্থিতি তৈরি হয়েছে।

নির্বাচন কমিশনের তপশিল অনুযায়ী, আজ সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামীকাল থেকে মনোনয়ন যাচাই শুরু হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কু‌ড়িগ্রা‌মে ট্রা‌কের ধাক্কায় সাবেক সেনা সদস্যর মৃত্যু, ছে‌ল

কু‌ড়িগ্রা‌মে ট্রা‌কের ধাক্কায় সাবেক সেনা সদস্যর মৃত্যু, ছে‌ল