আচরণবিধি লঙ্ঘনে এমপি প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আচরণবিধি লঙ্ঘনে এমপি প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 19, 2026 ইং
আচরণবিধি লঙ্ঘনে এমপি প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ ছবির ক্যাপশন:
ad728

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জ-৪ আসনের বাংলাদেশ ইসলামি ফ্রন্ট মনোনীত এমপি প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মো. গিয়াস উদ্দিন আত তাহেরীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।

নোটিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. রবিউল হাসানের স্বাক্ষরে এই শোকজ নোটিশ জারি করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী ভোটগ্রহণের নির্ধারিত তারিখের তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো নিষিদ্ধ। তবে অভিযোগ অনুযায়ী, গিয়াস উদ্দিন আত তাহেরীর ‘The Speech’ নামের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নির্বাচনী প্রচারণাসংক্রান্ত ভিডিও প্রচার করা হয়েছে।

উল্লেখিত ফেসবুক পেজটির অনুসারীর সংখ্যা প্রায় ৭ লাখ ৭০ হাজার। বিষয়টিকে আচরণবিধি লঙ্ঘন হিসেবে উল্লেখ করে নোটিশে বলা হয়, কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না—সে বিষয়ে আগামী ২০ জানুয়ারি সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শাতে হবে।

এদিকে একই অভিযোগে হবিগঞ্জ-৪ আসনের বিএনপির এমপি প্রার্থী সৈয়দ ফয়সলকেও শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। তাকেও আগামী ২০ জানুয়ারি নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইনকিলাব মঞ্চের হাদির কবর জিয়ারত করে প্রচারণা শুরু

ইনকিলাব মঞ্চের হাদির কবর জিয়ারত করে প্রচারণা শুরু