মালয়েশিয়ায় অভিযান: বাংলাদেশিসহ ৭৭ অবৈধ অভিবাসী আটক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মালয়েশিয়ায় অভিযান: বাংলাদেশিসহ ৭৭ অবৈধ অভিবাসী আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 8, 2026 ইং
মালয়েশিয়ায় অভিযান: বাংলাদেশিসহ ৭৭ অবৈধ অভিবাসী আটক ছবির ক্যাপশন:
ad728

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যে অবৈধ অভিবাসন দমনে পরিচালিত এক বিশেষ অভিযানে বাংলাদেশিসহ মোট ৭৭ জন বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) সেরেমবান ও নিলাই এলাকার ১৩টি পৃথক স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে রাত ১টা পর্যন্ত চলা অভিযানে মোট ৩৯৫ জন বিদেশির কাগজপত্র যাচাই করা হয়।

নেগেরি সেম্বিলান ইমিগ্রেশনের পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, অভিযানের সময় রাতের অন্ধকারে কয়েকজন পালানোর চেষ্টা করলেও সব প্রবেশ ও বহির্গমন পথ বন্ধ থাকায় কেউ পালাতে পারেনি। আটক ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৪৭ বছরের মধ্যে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ৭৭ জনের মধ্যে ৭১ জন পুরুষ ও ছয়জন নারী। দেশভিত্তিক হিসাবে বাংলাদেশের ২৬ জন পুরুষ, ভারতের ২৬ জন পুরুষ, পাকিস্তানের ১০ জন পুরুষ, থাইল্যান্ডের ছয়জন (পাঁচ পুরুষ ও এক নারী), মিয়ানমারের পাঁচজন (তিন পুরুষ ও দুই নারী) এবং ইন্দোনেশিয়ার চারজন (তিন নারী ও এক পুরুষ) রয়েছেন।

অভিযানকালে নিলাই এলাকার একটি সাবান উৎপাদন কারখানা থেকে সর্বাধিক ৫৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। পুরো অভিযানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ইমিগ্রেশন পরিচালক কেনিথ তান আই কিয়াং।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আইনশৃঙ্খলার অবনতি: অপরাধীরা কেন ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে

আইনশৃঙ্খলার অবনতি: অপরাধীরা কেন ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে