ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২৫ (বাসস): বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক যেন পরিণত হয়েছে এক শোকবার্তার গ্রন্থে। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সংস্কৃতি, গণমাধ্যম ও সাধারণ মানুষের আবেগঘন প্রতিক্রিয়ায় ভরে উঠেছে টাইমলাইন।
সাবেক এই প্রধানমন্ত্রীর প্রয়াণে শোক জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুগামী, সহকর্মী ও ভক্তরা তাদের লেখার মাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছেন বাংলাদেশের অন্যতম প্রভাবশালী এই রাজনৈতিক নেত্রীকে। বিনোদন অঙ্গনের তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।
লেখক ফাহাম আবদুস সালাম ফেসবুকে লিখেছেন, বেগম খালেদা জিয়া দেশ ও মানুষের প্রতি গভীর ভালোবাসা ধারণ করতেন এবং সংকটময় সময়েও আপসহীন ছিলেন। তিনি মন্তব্য করেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়ার মতো ব্যক্তিত্ব বিরল।
সাংবাদিক ফারুক আহমেদ আবেগঘন এক স্ট্যাটাসে জানান, তিনি তাঁর ‘রাজনৈতিক মা’কে হারিয়েছেন। ভোরে মৃত্যুসংবাদ পাওয়ার পর অশ্রুসিক্ত চোখে তিনি সংবাদটি জাতি ও বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেছেন বলেও উল্লেখ করেন। তিনি আরও স্মরণ করেন, এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে রাজপথের সংগ্রামে খালেদা জিয়ার নেতৃত্বে তার রাজনৈতিক পথচলার কথা।
ফেসবুক ব্যবহারকারী শিপলু আহমেদ লেখেন, খালেদা জিয়ার মৃত্যু একটি রাজনৈতিক যুগের সমাপ্তি। তিনি একজন গৃহবধূ থেকে আপসহীন রাজনৈতিক নেত্রী হিসেবে আত্মপ্রকাশ করে ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন এবং দেশের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।
অনেকে সংক্ষিপ্ত অথচ গভীর অনুভূতির মাধ্যমে শ্রদ্ধা জানান। মোহাম্মদ হাসীব লেখেন, ‘তিনি ছিলেন, আছেন এবং থাকবেন।’ কাউসার আলম আরমান মন্তব্য করেন, আপসহীন এই নেত্রী মানুষের অন্তরে চির অমর হয়ে থাকবেন।
সংগীতশিল্পী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বেবী নাজনীন শোক প্রকাশ করে বলেন, খালেদা জিয়ার মতো নেত্রীর শূন্যতা দেশবাসী দীর্ঘদিন অনুভব করবে। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে খালেদা জিয়ার যে কষ্ট সহ্য করতে হয়েছে, তার বিচার সৃষ্টিকর্তার কাছেই ন্যস্ত থাকবে বলে মন্তব্য করেন। তিনি প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ খালেদা জিয়াকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে আখ্যায়িত করে তাঁর আত্মার শান্তি কামনা করেন। অন্যদিকে নির্মাতা রেদওয়ান রনি বলেন, খালেদা জিয়ার ইন্তেকালের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হলো।
কসমিক ডেস্ক