রাজধানীর জিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জান্নাত আরা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে। নিহত জান্নাত আরা রুমি ধানমন্ডি থানা এনসিপির যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর বয়স ছিল ৩০ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় এবং তাঁর বাবার নাম জাকির হোসেন।
পুলিশ জানায়, জান্নাত আরা জিগাতলার ওই ছাত্রী হোস্টেলের একটি কক্ষে একা থাকতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সকালে কোনো সাড়া না পেয়ে হোস্টেলের অন্যান্য বাসিন্দারা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি অস্বাভাবিক মৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
এদিকে ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দাবি করেন, জান্নাত আরা রুমি বিভিন্ন সময় হুমকি ও সাইবার হয়রানির শিকার হয়েছিলেন। তিনি এ মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দেখার বিষয়ে দ্বিমত প্রকাশ করেন। তবে এসব দাবি এখনো তদন্তাধীন এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে।
পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও অন্যান্য আলামতের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো মন্তব্য করা সম্ভব নয়।
কসমিক ডেস্ক