সেনাসদরে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সেনাসদরে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদল

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 21, 2026 ইং
সেনাসদরে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদল ছবির ক্যাপশন:
ad728

ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি অব স্টেট মাত্তেও পেরেগ্রা দি ক্রেমনাগোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সেনাসদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে জানানো হয়েছে।

সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক কুশলবিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় ইতালির আন্ডারসেক্রেটারি অব স্টেট বাংলাদেশে প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা উন্নয়নে ইতালি সরকারের সম্ভাব্য সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেন।

তিনি জাতিসংঘ শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশি শান্তিরক্ষীদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও অবদানের প্রশংসা করেন। পাশাপাশি সুদানের আবেই অঞ্চলে শহীদ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানান। সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।

এদিকে একই দিন বাংলাদেশ বিমানবাহিনী ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিট বানাটু-১৪-এর আওতায় মনুস্কো কন্টিনজেন্টের ৬২ জন সদস্য প্রতিস্থাপন কার্যক্রম সম্পন্ন করে।

এই উপলক্ষে মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকা সেনানিবাসে বিমানবাহিনী সদর দপ্তরে কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

বক্তব্যে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ বিমানবাহিনী এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য কন্টিনজেন্ট সদস্যদের প্রতি আহ্বান জানান। পরে তিনি মিশনের সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিমানবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকার এয়ার অধিনায়কসহ বিমান সদর ও বিভিন্ন ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাভারে জুতা ব্যবসায়ীকে চোখ উপড়ে ও লিঙ্গ কর্তন করে নৃশংস হত্য

সাভারে জুতা ব্যবসায়ীকে চোখ উপড়ে ও লিঙ্গ কর্তন করে নৃশংস হত্য