আগামীর বাংলাদেশ নির্ধারণে গণভোট গুরুত্বপূর্ণ: ঢাকা বিভাগীয় কমিশনার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আগামীর বাংলাদেশ নির্ধারণে গণভোট গুরুত্বপূর্ণ: ঢাকা বিভাগীয় কমিশনার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 15, 2026 ইং
আগামীর বাংলাদেশ নির্ধারণে গণভোট গুরুত্বপূর্ণ: ঢাকা বিভাগীয় কমিশনার ছবির ক্যাপশন:
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে গণভোটের গুরুত্ব তুলে ধরে ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, গণভোটের মাধ্যমেই আগামীর বাংলাদেশের রূপরেখা নির্ধারিত হবে। দেশ কোন পথে এগোবে, জনগণ কেমন বাংলাদেশ প্রত্যাশা করে—তা এই গণভোটে স্পষ্টভাবে প্রতিফলিত হবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর বঙ্গতাজ অডিটরিয়ামে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, গণভোট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এতে দেশের ভবিষ্যৎ নির্ধারণে জনগণের সরাসরি মতামত প্রতিফলিত হয়। তাই নির্বাচন ও গণভোটে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সচেতনভাবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা অত্যন্ত জরুরি।

তিনি জানান, এই লক্ষ্য সামনে রেখে গাজীপুর সিটি করপোরেশন মাসব্যাপী ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির আওতায় নগরজুড়ে লিফলেট বিতরণ, ব্যানার ও বিলবোর্ড স্থাপন, মাইকিং কার্যক্রম পরিচালনা এবং ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে ভিডিওচিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে ভোটারদের কাছে গণভোটের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরা হচ্ছে।

তিনি আরও বলেন, এই জনসচেতনতামূলক কার্যক্রম সফল করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য ও বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।

মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান। সভা সঞ্চালনা করেন সিটি করপোরেশনের সচিব আমিন আল পারভেজ।

বিশেষ অতিথির বক্তব্যে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন বলেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটগ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি আশ্বস্ত করে বলেন, নির্বাচন ও গণভোট চলাকালে কোনো অনিয়ম বা অভিযোগ পাওয়া গেলে তা দ্রুত যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময়সভায় গাজীপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি নাসির আহমেদ, সাংবাদিক মুজিবুর রহমান, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ সরকার, দেলোয়ার হোসেন, আমিনুল ইসলামসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরা নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
জামিন ইস্যুতে আইনমন্ত্রী নয়, দায় বিচার বিভাগের: আসিফ নজরুল

জামিন ইস্যুতে আইনমন্ত্রী নয়, দায় বিচার বিভাগের: আসিফ নজরুল