নির্বাচনের আগে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নির্বাচনের আগে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 22, 2026 ইং
নির্বাচনের আগে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ছবির ক্যাপশন:
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) সাধারণ ছুটি থাকবে বলে জানিয়েছে সরকার। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

তিনি বলেন, নির্বাচন উপলক্ষে ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি আগেই ঘোষণা করা হয়েছিল। এর সঙ্গে সামঞ্জস্য রেখে আজকের কেবিনেট বৈঠকে ১১ ফেব্রুয়ারিকেও সাধারণ ছুটি হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।

শফিকুল আলম আরও জানান, শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি অতিরিক্ত ছুটি অনুমোদন করা হয়েছে। ফলে শিল্পাঞ্চলের শ্রমিকরা টানা তিন দিনের ছুটি পাবেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণের প্রস্তুতি, ভোটারদের যাতায়াত এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসন মনে করছে, বাড়তি ছুটির ফলে ভোটার উপস্থিতি বাড়বে এবং নির্বাচন কার্যক্রম নির্বিঘ্নভাবে সম্পন্ন করা সম্ভব হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বাজারে এলপিজির ভয়াবহ কারসাজি, বিপাকে ভোক্তারা

বাজারে এলপিজির ভয়াবহ কারসাজি, বিপাকে ভোক্তারা