সপ্তম দিনে ইসিতে আপিল শুনানি: বৈধ ১৮ প্রার্থী, বাতিল ২১ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সপ্তম দিনে ইসিতে আপিল শুনানি: বৈধ ১৮ প্রার্থী, বাতিল ২১

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 16, 2026 ইং
সপ্তম দিনে ইসিতে আপিল শুনানি: বৈধ ১৮ প্রার্থী, বাতিল ২১ ছবির ক্যাপশন:
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির সপ্তম দিনে ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই দিনে ২১টি আপিল আবেদন নামঞ্জুর করা হয়েছে এবং চারটি আবেদন রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।

শুক্রবার বিকেল ৩টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়াম (বেইজমেন্ট-২)-এ এই শুনানি অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন আপিলগুলো শুনানি ও নিষ্পত্তি করে।

নির্ধারিত সময় অনুযায়ী এদিন মোট ৪৩টি আপিল আবেদনের শুনানি গ্রহণ করে কমিশন। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে দায়ের করা ১৮টি আপিল মঞ্জুর করা হয়, ফলে সংশ্লিষ্ট প্রার্থীরা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ফিরে পান।

অন্যদিকে, একই ধরনের আরও ১৭টি আপিল আবেদন কমিশন নামঞ্জুর করেছে। পাশাপাশি মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে (গ্রহণের বিপক্ষে) দায়ের করা চারটি আপিলও খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন।

শুনানিকালে কিছু আবেদন জটিল ও তথ্য যাচাইসাপেক্ষ হওয়ায় চারটি আপিল আবেদন তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি না করে রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।

নির্বাচন কমিশন ঘোষিত আপিল শুনানির সময়সূচি অনুযায়ী, আগামীকাল ১৭ জানুয়ারি (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্রমিক নম্বর ৫১১ থেকে ৬১০ পর্যন্ত আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। এরপর ১৮ জানুয়ারি (রবিবার) শেষ দিনে ৬১১ থেকে ৬৪৫ নম্বর আপিল এবং পূর্বে অপেক্ষমাণ রাখা আবেদনগুলোর নিষ্পত্তির মধ্য দিয়ে আপিল কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণ সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তারা দেশের ৩০০টি নির্বাচনী এলাকায় দাখিল করা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন।

বাছাই শেষে এর মধ্যে ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই সংশ্লিষ্ট প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
হাদি হত্যার অভিযোগপত্র দাখিলের দাবিতে মাঠে ইনকিলাব মঞ্চ

হাদি হত্যার অভিযোগপত্র দাখিলের দাবিতে মাঠে ইনকিলাব মঞ্চ