ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র সংক্রান্ত আপিল শুনানিতে চতুর্থ দিনেও একাধিক প্রার্থীর ভাগ্য বদলে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং অফিসারের দেওয়া মনোনয়ন গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি শেষে এদিন আরও ৫৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, চতুর্থ দিনে মোট ৭০টি আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৫৩টি আপিল মঞ্জুর করা হয়েছে এবং ১৭টি আপিল নামঞ্জুর হয়েছে।
সিনিয়র সচিব আরও জানান, চার দিনের আপিল শুনানি শেষে এখন পর্যন্ত মোট ২০৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর ফলে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা আরও বিস্তৃত ও অংশগ্রহণমূলক হবে বলে আশা করছে কমিশন।
এর আগে সোমবার অনুষ্ঠিত আপিল শুনানিতে নির্বাচন কমিশন ৪১টি আবেদন মঞ্জুর করে। ওইদিন ২৪টি আপিল আবেদন নামঞ্জুর করা হয় এবং চারটি আবেদন অপেক্ষমাণ রাখা হয়। এছাড়া পাবনা-২ আসনের নির্বাচনি কার্যক্রম স্থগিত থাকায় সংশ্লিষ্ট ১৬১/২০২৬ নম্বর আপিল আবেদনের শুনানি হয়নি।
সোমবারের শুনানিতে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। চট্টগ্রাম-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শাকিলা ফারজানা তার দায়ের করা ১৫৭/২০২৬ নম্বর আপিল আবেদন প্রত্যাহার করে নেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এর আগের দিন রোববার ইসি ৫৮টি আপিল আবেদন মঞ্জুর করে। ওইদিন সাতটি আবেদন নামঞ্জুর হয় এবং ছয়টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়। আর শনিবার প্রথম দিনে মোট ৭০টি আপিলের মধ্যে ৫২টি মঞ্জুর এবং ১৫টি নামঞ্জুর করা হয়। প্রথম দিনের শুনানিতে একজন প্রার্থীর মনোনয়ন গ্রহণের বিরুদ্ধে করা আপিলও মঞ্জুর হয়, যা ছিল ব্যতিক্রমী ঘটনা।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল আবেদন নির্বাচন কমিশনে জমা পড়ে। এসব আপিলের শুনানি ধারাবাহিকভাবে চলছে এবং কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এই শুনানি কার্যক্রম চলবে।
নির্বাচন কমিশন মনে করছে, আপিল প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হচ্ছে, যা নির্বাচনের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
কসমিক ডেস্ক