ভারতে সংখ্যালঘুদের ওপর ‘গণসহিংসতা’য় গভীর উদ্বেগ জানাল বাংলাদেশ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভারতে সংখ্যালঘুদের ওপর ‘গণসহিংসতা’য় গভীর উদ্বেগ জানাল বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 29, 2025 ইং
ভারতে সংখ্যালঘুদের ওপর ‘গণসহিংসতা’য় গভীর উদ্বেগ জানাল বাংলাদেশ ছবির ক্যাপশন: পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বক্তব্য দিচ্ছেন মুখপাত্র এস এম মাহবুবুল আলম।
ad728

ভারতে মুসলিম, খ্রিষ্টানসহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংঘটিত ‘গণসহিংসতা’ ও নৃশংস হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। বড়দিন উদ্‌যাপনের সময় দেশটির বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ঢাকা।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম এ অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচারে আটক এবং ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়ার ঘটনাগুলো বাংলাদেশ গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ সময় বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক মন্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেন। একই সঙ্গে ভারতের বিভিন্ন মহলকে সংখ্যালঘু বিষয়ে বিভ্রান্তিকর বক্তব্য ও বর্ণনা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের উদ্বেগ প্রকাশের দুই দিন পর এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ঢাকা। গত শুক্রবার নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছিলেন।

ভারতে সংখ্যালঘুদের ওপর সহিংসতা প্রসঙ্গে এস এম মাহবুবুল আলম বলেন, সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিম ও খ্রিষ্টানদের বিরুদ্ধে নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি এবং ধর্মীয় সহিংসতার একাধিক ঘটনা ঘটেছে। বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে বাধা ও হামলার বিষয়েও বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে।

তিনি বলেন, এসব ঘটনাকে বাংলাদেশ ঘৃণাজনিত অপরাধ ও লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসেবে দেখে। ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনবে—এমন প্রত্যাশা বাংলাদেশের। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, প্রতিটি দেশেরই দায়িত্ব তার সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা এবং সে দায়িত্ব পালন করা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এনসিপির নির্বাচন পরিচালনা কমিটিতে নতুন মুখ্য সমন্বয়কারী

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটিতে নতুন মুখ্য সমন্বয়কারী