প্রাপ্ত তথ্যানুসারে, যুক্তরাজ্য থেকে আগত দলের নেতৃত্ব দিচ্ছেন খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রিচার্ড বিলি। তার নেতৃত্বাধীন দলটি বেগম জিয়ার সাম্প্রতিক চিকিৎসা প্রতিবেদন ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ফলাফল পর্যালোচনা করছে। একই উদ্দেশ্যে চীন থেকেও আরেকটি বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
মেডিকেল বোর্ডের সদস্যরা জানিয়েছেন, বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও দীর্ঘমেয়াদি চিকিৎসা ব্যবস্থাপনার ক্ষেত্রে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশি চিকিৎসকদের উপস্থিতি চিকিৎসা প্রক্রিয়ায় নতুন দিকনির্দেশনা ও আরও কার্যকর পরিকল্পনা তৈরিতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
বিএনপির মিডিয়া উইংয়ের পক্ষ থেকেও জানানো হয়েছে, চিকিৎসা অগ্রগতি ও সর্বোচ্চ চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে ইতোমধ্যেই সকল প্রয়োজনীয় রিপোর্ট বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে শেয়ার করা হয়েছে। তাদের পরামর্শের ভিত্তিতে চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করবে মেডিকেল বোর্ড।
কসমিক ডেস্ক