স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যা : প্রধান শুটারসহ আটক ৩ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যা : প্রধান শুটারসহ আটক ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 11, 2026 ইং
স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যা : প্রধান শুটারসহ আটক ৩ ছবির ক্যাপশন:
ad728

রাজধানীর কাওরানবাজারের তেজতুরী বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান শুটারসহ তিনজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন অভিযুক্ত প্রধান শুটার জিনাত, হত্যাকাণ্ডের সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল এবং তাদের একজন সহযোগী। আটক তৃতীয় ব্যক্তি এই হত্যাকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ডিবি কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। হত্যার পেছনের মূল কারণ, পরিকল্পনা ও জড়িত অন্যদের শনাক্তে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। প্রয়োজনে তাদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

উল্লেখ্য, গত বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কাওরানবাজারের তেজতুরী বাজার এলাকায় স্টার হোটেলের গলিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন আজিজুর রহমান মুছাব্বির (৪৫)। তিনি স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

ঘটনার পর মুছাব্বিরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আসামিদের পাশাপাশি সুনির্দিষ্ট কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, প্রযুক্তিগত তথ্য এবং গোপন সংবাদের ভিত্তিতেই ডিবি পুলিশ অভিযানে নামে। অভিযানের মাধ্যমে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ডিবি কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, দ্রুত সময়ের মধ্যেই এই হত্যাকাণ্ডের পূর্ণ রহস্য উদঘাটন করা সম্ভব হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে এনসিপির বৈঠক আজ

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে এনসিপির বৈঠক আজ