পটুয়াখালীর বাউফল উপজেলায় একই সঙ্গে নবম শ্রেণি পড়ুয়া দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে অনিক (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগের পর থেকেই অভিযুক্ত যুবক আত্মগোপনে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১০ জানুয়ারি) রাতে ভুক্তভোগী দুই শিক্ষার্থী বাউফল থানায় এসে এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে অনিক তার পরিচিত এক নবম শ্রেণি পড়ুয়া মাদ্রাসা শিক্ষার্থীকে কৌশলে তার নিজ বাসায় ডেকে নেয়। বাসায় যাওয়ার সময় ওই শিক্ষার্থী নিরাপত্তার কথা বিবেচনা করে তার আরেক সহপাঠী বান্ধবীকে সঙ্গে নিয়ে যান।
অভিযোগে বলা হয়, অভিযুক্ত যুবক বাসায় নেওয়ার পর বিভিন্ন কৌশলে ওই দুই শিক্ষার্থীকে ধর্ষণ করেন। ঘটনার পর তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং বিষয়টি পরিবারকে জানান। পরে পরিবারের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ করা হয়।
অভিযোগ দায়েরের পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালালেও তিনি পলাতক থাকায় এখন পর্যন্ত তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, “ভুক্তভোগী দুই শিক্ষার্থী থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীদের চিকিৎসা, মানসিক সহায়তা এবং আইনগত সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
কসমিক ডেস্ক