মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শতবর্ষী এই নেতা নিজ বাসভবনে পড়ে গিয়ে আহত হন। মঙ্গলবার (৬ জানুয়ারি) তার এক সহকারীর বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়, বাসার বারান্দা থেকে বসার ঘরে যাওয়ার সময় পা পিছলে পড়ে যান মাহাথির মোহাম্মদ। দুর্ঘটনার পর তাকে দ্রুত কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসা পরীক্ষার পর জানা যায়, তার ডান পাশের হিপে ফ্র্যাকচার হয়েছে।
মাহাথিরের সহকারী সুফি ইউসূফ এক বিবৃতিতে জানান, সাবেক প্রধানমন্ত্রীকে আপাতত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতির ওপর নির্ভর করে আগামী কয়েক সপ্তাহ হাসপাতালেই থাকতে হতে পারে।
কয়েক বছর ধরেই মাহাথির মোহাম্মদ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। তিনি আগে থেকেই হৃদরোগে আক্রান্ত এবং তার হার্টে বাইপাস সার্জারি করা হয়েছে। গত বছরের জুলাই মাসেও নিজের শততম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর অতিরিক্ত ক্লান্তিবোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
মাহাথির মোহাম্মদের অসুস্থতার খবরে মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। আনোয়ার ইব্রাহিম এক ফেসবুক পোস্টে লেখেন, “আজিজাহ ও আমি তুন মাহাথিরের সুস্থতা এবং দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।” তার স্ত্রী ও মালয়েশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইলও মাহাথিরের জন্য শুভকামনা জানিয়েছেন।
উল্লেখ্য, মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহিমের রাজনৈতিক সম্পর্ক বহুবার পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। একসময় আনোয়ার ছিলেন মাহাথিরের রাজনৈতিক শিষ্য, পরে তারা পরিণত হন তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীতে।
মাহাথির মোহাম্মদ ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। পরে ২০১৮ সালে আবারও ক্ষমতায় ফিরে আসেন এবং ২০২০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার সময় তার বয়স ছিল ৯৪ বছর, যা তাকে বিশ্বের সবচেয়ে প্রবীণ নির্বাচিত সরকারপ্রধান হিসেবে স্বীকৃতি দেয়।
বর্তমানে তার শারীরিক অবস্থার ওপর চিকিৎসকরা নিবিড়ভাবে নজর রাখছেন। দেশটির রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তার সুস্থতা কামনায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
কসমিক ডেস্ক