গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ এগোনোর ঘোষণা ওয়াশিংটনের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ এগোনোর ঘোষণা ওয়াশিংটনের

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 17, 2026 ইং
গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ এগোনোর ঘোষণা ওয়াশিংটনের ছবির ক্যাপশন:
ad728

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতি ও শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত বুধবার এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ঘোষণার পরদিন বৃহস্পতিবার মিসরের রাজধানী কায়রোয় হামাসসহ বিভিন্ন ফিলিস্তিনি সংগঠনের প্রতিনিধিরা দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনায় বসেন।

তবে শান্তি পরিকল্পনার প্রথম ধাপের অনেক শর্ত এখনো পূরণ হয়নি। দুই বছরের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের পর গত ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হয়। যুদ্ধবিরতির মধ্যেও এই ধাপে ইসরায়েলি হামলায় শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এ ছাড়া মিসরের সঙ্গে গাজার সীমান্ত ক্রসিং এখনো পুরোপুরি খুলে দেয়নি ইসরায়েল। অন্যদিকে হামাসও গাজায় নিহত এক ইসরায়েলি জিম্মির মরদেহ এখনো হস্তান্তর করেনি।

এ অবস্থায় দ্বিতীয় ধাপ বাস্তবায়নে যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারী দেশগুলোকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে গাজার শাসকগোষ্ঠী হামাসকে নিরস্ত্রীকরণের বিষয়টি। কারণ, হামাস এখনো অস্ত্র ত্যাগে অনাগ্রহী। এ ছাড়া শান্তি পরিকল্পনায় প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে স্টিভ উইটকফ জানান, শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে গাজা পরিচালনার জন্য ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের নিয়ে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে। এই প্রশাসন গাজা পুনর্গঠনের পাশাপাশি হামাসকে নিরস্ত্রীকরণের প্রক্রিয়া শুরু করবে। মধ্যস্থতাকারী দেশ মিসর, কাতার ও তুরস্কের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই প্রশাসনে ১৫ জন সদস্য থাকবেন। এর নেতৃত্ব দেবেন আলী শায়াথ, যিনি পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক উপমন্ত্রী।

বোর্ড অব পিস

যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা অনুযায়ী, গাজার অন্তর্বর্তী প্রশাসন পরিচালিত হবে ‘বোর্ড অব পিস’ নামে একটি আন্তর্জাতিক কমিটির অধীনে। এই বোর্ডে প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়াও জাতিসংঘের মধ্যপ্রাচ্যবিষয়ক সাবেক দূত নিকোলাই নিয়াদেনভের থাকার সম্ভাবনার কথা বলা হচ্ছে। তবে বোর্ডে মোট কতজন সদস্য থাকবেন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেননি স্টিভ উইটকফ।

ইউরোপীয় কূটনৈতিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, আগামী সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত একটি বৈঠকের পর বোর্ড অব পিস নিয়ে আরও বিস্তারিত ঘোষণা আসতে পারে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, বোর্ডের সদস্যদের নির্বাচন ইতোমধ্যে ট্রাম্প নিজেই করেছেন এবং বুধবার সম্ভাব্য সদস্যদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

এই বোর্ডের অধীন গঠিত অন্তর্বর্তী প্রশাসন প্রথম পর্যায়ে গাজাবাসীর জন্য জরুরি ত্রাণ ও মানবিক সহায়তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন প্রশাসনের সম্ভাব্য প্রধান আলী শায়াথ। ওয়েস্ট ব্যাংক রেডিও স্টেশনকে তিনি বলেন, গাজা পুনর্গঠনে তিন বছরের বেশি সময় লাগবে না। তবে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুরোপুরি পুনর্গঠনে অন্তত ২০৪০ সাল পর্যন্ত সময় লাগতে পারে।

হামাসকে নিরস্ত্রীকরণের চ্যালেঞ্জ

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালালে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং প্রায় আড়াই শ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এর পর থেকেই গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ৭১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদনে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে জাতিগত নিধন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে কায়রোর বৈঠকে হামাসকে নিরস্ত্র করার বিষয়টি আলোচনায় এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে হামাস স্পষ্ট করে জানিয়েছিল, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা অস্ত্র ত্যাগ করবে না।

এ বিষয়ে স্টিভ উইটকফ বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো গাজায় হামাসের বিকল্প একটি শক্তি গড়ে তোলা, যারা শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী। এই বিকল্প শক্তি হিসেবে তিনি অন্তর্বর্তী প্রশাসনের দিকে ইঙ্গিত করেন। তাঁর ভাষায়, এই প্রশাসন হামাসের সঙ্গে দ্বিতীয় ধাপের শর্ত—বিশেষ করে নিরস্ত্রীকরণ ও হামাস সদস্যদের ক্ষমার বিষয়—নিয়ে আলোচনা চালাবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিকদের উদ্দেশে তারেক রহমান: ‘মাননীয়’ নয়, নামেই ডাকুন

সাংবাদিকদের উদ্দেশে তারেক রহমান: ‘মাননীয়’ নয়, নামেই ডাকুন