স্থানীয় সময় রাত ১২টার কিছু পর ক্লাবের ভেতর একাংশে প্রথমে ধোঁয়া দেখা গেলে অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেদিন ক্লাবে সাপ্তাহিক মিউজিক নাইট চলছিল। হঠাৎ করেই বৈদ্যুতিক শর্ট সার্কিটের মতো শব্দ শোনা যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
ঘন ধোঁয়ার কারণে অনেক অতিথি সঠিকভাবে বের হওয়ার পথ খুঁজে পাননি। কয়েকজন ক্লাবের জরুরি বহির্গমন পথ ব্যবহার করতে গেলে সেটিও ভিড়ে আটকে যায় বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। দমকল বাহিনীর অন্তত ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গোয়া পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ক্লাবটি যথাযথ অগ্নিনিরাপত্তা মানদণ্ড মেনে চলছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। তবে চূড়ান্ত কারণ তদন্তের পর জানানো হবে।
নিহতদের মধ্যে কয়েকজন বিদেশি পর্যটকও থাকতে পারেন বলে জানিয়েছে গোয়া কর্তৃপক্ষ। নিহতদের মরদেহ স্থানীয় মর্গে রাখা হয়েছে, পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার প্রস্তুতিও চলছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে; তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
গোয়া রাজ্য সরকার ঘটনার প্রতি গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে সব পর্যটনকেন্দ্রে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পুনর্বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে ঘটনার পর উদ্বেগ দেখা দিয়েছে। অনেকে বলছেন, পর্যটননির্ভর এই রাজ্যের যেসব ক্লাবে রাতভর বিভিন্ন অনুষ্ঠান হয়, সেখানে নিয়মিত নিরাপত্তা পরিদর্শন আরও জোরদার করা উচিত।
কসমিক ডেস্ক