শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থানের অভিযোগে ঢাবির চার শিক্ষক স্থায়ী বহিষ্কারের সুপারিশ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থানের অভিযোগে ঢাবির চার শিক্ষক স্থায়ী বহিষ্কারের সুপারিশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 10, 2026 ইং
শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থানের অভিযোগে ঢাবির চার শিক্ষক স্থায়ী বহিষ্কারের সুপারিশ ছবির ক্যাপশন:
ad728

জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আওয়ামীপন্থী চার শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।

যাঁদের বিরুদ্ধে এই সুপারিশ করা হয়েছে, তাঁরা হলেন—অধ্যাপক জিনাত হুদা, অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন, অধ্যাপক সাদেকা হালিম ও অধ্যাপক মশিউর রহমান। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, অভিযুক্ত চারজনই আওয়ামী লীগের শিক্ষক নেতা হিসেবে পরিচিত।

সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, অভিযুক্ত শিক্ষকদের এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ গণমাধ্যমকে জানান, সিন্ডিকেট সভায় চার শিক্ষককে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর প্রশাসনিক প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড