চীনের চূড়ান্ত সম্মতি পাওয়া গেলে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন কাজ শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র ইতোমধ্যে চীনের রাজধানী বেইজিংয়ে পাঠানো হয়েছে এবং অর্থায়নসংক্রান্ত আলোচনা সম্পন্ন হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে কাউনিয়ায় তিস্তা নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, বর্তমানে চীনা সরকারের একটি বিশেষজ্ঞ দল তিস্তা মহাপরিকল্পনার কারিগরি দিক, আর্থিক কাঠামো ও বাস্তবায়ন প্রক্রিয়া গভীরভাবে যাচাই-বাছাই করছে। এই যাচাই কার্যক্রম শেষ হলে এবং চীন আনুষ্ঠানিকভাবে সম্মতি দিলে দেশের অন্যতম বৃহৎ উন্নয়ন প্রকল্পটির কাজ শুরু হবে।
তিস্তা মহাপরিকল্পনার গুরুত্ব তুলে ধরে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কৃষি উৎপাদন, সেচব্যবস্থা এবং বন্যা নিয়ন্ত্রণে যুগান্তকারী পরিবর্তন আসবে। একই সঙ্গে পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং তিস্তা অববাহিকার মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও প্রত্যাশা পূরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার তিস্তা মহাপরিকল্পনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং দ্রুত সময়ের মধ্যেই বাস্তব কাজ শুরুর জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।