বিশ্বকাপ বর্জনের আলোচনার মধ্যেই দল ঘোষণা করল পাকিস্তান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিশ্বকাপ বর্জনের আলোচনার মধ্যেই দল ঘোষণা করল পাকিস্তান

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 25, 2026 ইং
বিশ্বকাপ বর্জনের আলোচনার মধ্যেই দল ঘোষণা করল পাকিস্তান ছবির ক্যাপশন:
ad728

টি–টোয়েন্টি বিশ্বকাপ বর্জন নিয়ে জোর আলোচনা ও অনিশ্চয়তার মধ্যেই টুর্নামেন্টটির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রোববার সকালে লাহোরে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে স্কোয়াড ঘোষণা করেন পিসিবির নির্বাচক দলের সদস্য আকিব জাভেদ। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অধিনায়ক সালমান আগা ও পাকিস্তান দলের প্রধান কোচ মাইক হেসন।

ঘোষিত দলে সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত হলো সাবেক অধিনায়ক বাবর আজমের অন্তর্ভুক্তি এবং নিয়মিত অধিনায়ক ও উইকেটকিপার–ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের বাদ পড়া। সালমান আগার নেতৃত্বে গঠিত এই দলকে ঘিরে ইতোমধ্যে পাকিস্তানের ক্রিকেট মহলে শুরু হয়েছে নানা আলোচনা।

বিশ্বকাপ দল ঘোষণার আগে আন্তর্জাতিক অঙ্গনে একাধিক নাটকীয় ঘটনা ঘটে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে। এ সিদ্ধান্তকে ‘দ্বিমুখী নীতি’ বলে আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

গতকাল শনিবার বিকেলে তিনি জানান, সরকারের সঙ্গে আলোচনা করে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। এমন বক্তব্যের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের দল ঘোষণা করায় বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

পাকিস্তানের ঘোষিত বিশ্বকাপ দলে একাধিক নতুন মুখ জায়গা পেয়েছেন। অধিনায়ক সালমান আগা ছাড়াও ফাহিম আশরাফ, খাজা নাফি, সালমান মির্জা, সাহিবজাদা ফারহান ও উসমান তারিক প্রথমবারের মতো বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছেন। অন্যদিকে বাবর আজম, আবরার আহমেদ, ফখর জামান, মোহাম্মদ নেওয়াজ, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদী, শাদাব খান ও উসমান খান আগেও এক বা একাধিক বিশ্বকাপে পাকিস্তানের হয়ে খেলেছেন।

পাকিস্তানের বিশ্বকাপ দল:

সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফি, মোহাম্মদ নেওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদী, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।

সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শুরু হবে। ‘এ’ গ্রুপে পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের আগে রাজনৈতিক ও কূটনৈতিক বিতর্কের আবহে মাঠের পারফরম্যান্স দিয়েই সব প্রশ্নের জবাব দিতে চায় সালমান আগার দল—এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া: উদ্বেগ বাড়ছে দেশজুড়ে

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া: উদ্বেগ বাড়ছে দেশজুড়ে