আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও ভারতে খেলতে যেতে পারেন না, সেখানে বাংলাদেশের পুরো ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। এমন বাস্তবতায় বাংলাদেশ ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বিশ্বকাপ ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল লিখেছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিতে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি আরও জানান, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নির্দেশ দিয়েছেন, যেন তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে পুরো বিষয়টি লিখিতভাবে ব্যাখ্যা করে। বিসিবিকে জানাতে বলা হয়েছে—যেখানে একজন বাংলাদেশি ক্রিকেটার নিরাপদ নন, সেখানে পুরো দল পাঠানো যুক্তিসংগত নয়।
আইন উপদেষ্টা বলেন, বিসিবিকে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানাতে বলা হয়েছে। বিষয়টি আইসিসির নজরে আনতে প্রয়োজনীয় কূটনৈতিক ও ক্রীড়া-সংক্রান্ত উদ্যোগ নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এ ছাড়া তিনি লেখেন, “গোলামির দিন শেষ।” বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার এবং দেশের মর্যাদা কোনোভাবেই খাটো করা মেনে নেওয়া হবে না বলে তিনি স্পষ্ট করেন।
আইপিএল ইস্যুতেও কঠোর অবস্থানের কথা জানিয়ে আসিফ নজরুল বলেন, তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছেন, বাংলাদেশে যেন আইপিএল ম্যাচের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। তার ভাষায়, “আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের অবমাননা মেনে নেব না।”
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ইতোমধ্যে ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সরকারের এই অবস্থান দক্ষিণ এশিয়ার ক্রিকেট রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।