শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করা হচ্ছে না বাংলাদেশের। ২০ দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য ২০২৬ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সংশোধিত সূচি প্রকাশ করে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে।
শনিবার (২৪ জানুয়ারি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইসিসি জানায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টুর্নামেন্টে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানানোয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, দীর্ঘ প্রায় এক মাস ধরে আইসিসি ও বিসিবির মধ্যে আলোচনা চললেও কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।
আইসিসির ভাষ্য অনুযায়ী, ‘বাংলাদেশের অনড় অবস্থানের পরিপ্রেক্ষিতে ২০২৬ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড অংশগ্রহণ করবে।’ একই সঙ্গে সংশোধিত ম্যাচ সূচিও প্রকাশ করা হয়।
স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার পেছনে ব্যাখ্যা দিয়ে আইসিসি জানায়, যেসব দল সরাসরি যোগ্যতা অর্জন করতে পারেনি, তাদের মধ্যে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে স্কটল্যান্ডই শীর্ষে রয়েছে। বর্তমানে তারা ১৪তম স্থানে অবস্থান করছে, যা ইতোমধ্যে বিশ্বকাপে জায়গা পাওয়া নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, যুক্তরাষ্ট্র, কানাডা, ওমান ও ইতালির চেয়ে এগিয়ে।
বাংলাদেশ বাদ পড়ায় ‘সি’ গ্রুপে পরিবর্তন আনা হয়েছে। তবে দিন, তারিখ ও ভেন্যু অপরিবর্তিত রেখে কেবল প্রতিপক্ষের জায়গায় স্কটল্যান্ডকে যুক্ত করা হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী, স্কটল্যান্ড খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, ইংল্যান্ড ও নেপালের বিপক্ষে।
আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কটল্যান্ড। একই ভেন্যুতে ৯ ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ ইতালি। ১৪ ফেব্রুয়ারি কলকাতাতেই ইংল্যান্ডের মুখোমুখি হবে স্কটিশরা। এরপর ১৯ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে তারা।
এদিকে এ বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। তবে আইসিসির ভার্চুয়াল সভায় ভোটাভুটির সময় পাকিস্তান বাংলাদেশের অবস্থানকে সমর্থন করেছে বলে জানা গেছে। একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় তারা বিকল্প ‘প্ল্যান এ, বি, সি ও ডি’ প্রস্তুত রেখেছে।
কসমিক ডেস্ক