ফুলবাড়ী সীমান্তে উচ্চ পর্যায়ের বিজিবি বিএসএফ পতাকা বৈঠক,নতুন করে সড়ক নির্মাণ না করার সিদ্ধান্ত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফুলবাড়ী সীমান্তে উচ্চ পর্যায়ের বিজিবি বিএসএফ পতাকা বৈঠক,নতুন করে সড়ক নির্মাণ না করার সিদ্ধান্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 12, 2026 ইং
ফুলবাড়ী সীমান্তে উচ্চ পর্যায়ের বিজিবি বিএসএফ পতাকা বৈঠক,নতুন করে সড়ক নির্মাণ না করার সিদ্ধান্ত ছবির ক্যাপশন: ফুলবাড়ী সীমান্তে বিজিবি ও বিএসএফের উচ্চ পর্যায়ের পতাকা বৈঠক
ad728
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফ এর জিরো লাইনে নতুন করে ফোর লেনের সড়ক নির্মাণকে কেন্দ্রে করে বিজিবির তীব্র প্রতিবাদের মুখে দু’দেশের বিজিবি বিএসএফ এর উচ্চ পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্টিত হয়েছে।

সোমবার বিকাল ৩ টা ৩০ মিনিটে উপজেলার খলিশাকোঠাল সীমান্তের আন্তর্জাতিক পিলার ৯৩৪ এর ১ সাব-পিলারের নিকট বাংলাদেশের অভ্যান্তরে এই পতাকা বৈঠক অনুষ্টিত হয়। এসময় পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে ৪ সদস্য টিমের নেতর্ৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কর্নেল মেহেদী ইমাম। ৫ সদস্যের ভারতের পক্ষে নেতর্ৃত্ব দেন কোচবিহার ৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কে কে রাও।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কর্নেল মেহেদী ইমাম সাংবাদিকদের জানান, বিএসএফ আর নতুন করে তারা সড়ক নির্মাণ করবেন না। তারা শুধু ব্রিটিশ এর সময় নির্মাণ করা ওই সড়কটি সংস্কারের কাজ করছেন। নতুন করে সড়ক নির্মাণ করছেন না। আর যদি করেন তাহলে অবশ্যই তা আলোচনার বিষয়। এসময় তিনি আরও জানান, অতিদ্রুত আমাদের একটি তদন্তটিম ওই এলাকাটি দেখার জন্য পাঠানো হচ্ছে।

উল্লেখ্য গত ৭ জানুয়ারী থেকে সীমান্তের জিরো লাইনে নতুন করে ফোর লেনের সড়ক নির্মাণকে কেন্দ্রে করে বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা বিরাজ করে। এবিষয়ে দু’দেশের মধ্যে বারবার পতাকা বৈঠক শেষে বিজিবির তীব্র প্রতিবাদের মুখে সড়ক নির্মাণ কাজ বন্ধ করে বিএসএফ। এরই প্রেক্ষিতে সোমবার দু’দেশের বিজিবি বিএসএফ এর উচ্চ পর্যায়ে পতাকা বৈঠক শেষে তারা নতুন করে কোন সড়ক নির্মান না করে জিরো লাইনের প্রায় ১ কিলোমিটার পুরাতন সড়কটি সংস্কার করবে বলে পতাকা বৈঠকে জানায়।

নিউজটি পোস্ট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কেন্দ্র দখলের চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাসনাত আবদুল্লাহ

কেন্দ্র দখলের চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাসনাত আবদুল্লাহ