আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল জেলার দুইটি সংসদীয় আসন—নড়াইল-১ ও নড়াইল-২—এ প্রার্থিতা প্রত্যাহার পর্ব শেষে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতার চিত্র স্পষ্ট হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মোট তিনজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় এখন এই দুই আসনে মোট ১৫ জন প্রার্থী ভোটের লড়াইয়ে রয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহা. আব্দুল ছালেক জানান, মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নড়াইল-১ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আব্দুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী গাজী মাহাবুয়াউর রহমান তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। একই দিনে নড়াইল-২ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল হান্নান সরদার নির্বাচন থেকে সরে দাঁড়ান।
প্রার্থিতা প্রত্যাহারের পর নড়াইল-১ আসনে মোট সাতজন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন—বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল আজিজ, জাতীয় পার্টির প্রার্থী মো. মিল্টন মোল্যা, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি এম নাগিব হোসেন, লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) এস এম সাজ্জাদ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী সুকেশ সাহা আনন্দ।
অন্যদিকে, নড়াইল-২ আসনে মোট আটজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে রয়েছেন ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ। জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান বাচ্চু, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী নুর ইসলাম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো. শোয়েব আলী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. মনিরুল ইসলাম ও ফরিদা ইয়াসমিন ভোটের মাঠে রয়েছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, প্রার্থিতা প্রত্যাহার শেষ হওয়ায় এখন প্রতীক বরাদ্দ ও আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। ইতোমধ্যে প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ ও প্রস্তুতি জোরদার করেছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নড়াইলের দুই আসনেই এবার বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে। দলীয় প্রার্থীদের পাশাপাশি একাধিক স্বতন্ত্র প্রার্থীর উপস্থিতিতে ভোটের সমীকরণ জটিল হয়ে উঠতে পারে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
কসমিক ডেস্ক