রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (দুপুরে) রংপুর দুদকের সহকারী পরিচালকের নেতৃত্বে একটি দল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে প্রশাসনিক ভবনসহ একাধিক দপ্তরে তল্লাশি চালায়।
দুদক সূত্র জানায়, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও জালিয়াতির অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের প্রাথমিক অনুসন্ধানের অংশ হিসেবেই দুদকের এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযান চলাকালে দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বেলাল হোসেন বলেন, জাল সনদ ব্যবহার করে চাকরি করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করতে কমিশনের নির্দেশক্রমেই তারা বিশ্ববিদ্যালয়ে এসেছেন।
তিনি আরও জানান, অভিযানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলা হয়েছে। যেহেতু তিনি প্রতিষ্ঠানপ্রধান, তাই বিষয়টি তাঁকে অবহিত করা হয়েছে। পাশাপাশি এটি একটি প্রশাসনিক বিষয় হওয়ায় রেজিস্ট্রার কার্যালয় থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা করেছে।
বেলাল হোসেন বলেন, ইতোমধ্যে জানা গেছে, জাল সনদে চাকরি করার অভিযোগে একজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এতে বোঝা যায়, অভিযোগের একটি ভিত্তি রয়েছে। অভিযানে আসার আগেই বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিয়েছে, যা অভিযোগের প্রাথমিক সত্যতার ইঙ্গিত দেয়।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরাসরি মামলা করতে পারে না। তবে দুদকের আইনের আওতায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে সংগৃহীত সব তথ্য ও নথি যাচাই-বাছাই করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে।
দুদক কর্মকর্তা জানান, অভিযুক্তদের অন্যান্য শিক্ষাগত সনদও সংগ্রহ করা হবে এবং সেগুলো যাচাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তদন্তে যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় এমন অভিযোগ সামনে আসায় শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলে উদ্বেগ তৈরি হয়েছে। তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।
কসমিক ডেস্ক