টাকা ফেরত চাইলে দেব, স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

টাকা ফেরত চাইলে দেব, স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 6, 2026 ইং
টাকা ফেরত চাইলে দেব, স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ছবির ক্যাপশন:
ad728

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া তাসনিম জারা বলেছেন, জনগণই তার মূল শক্তি। দলের সাংগঠনিক সহায়তা না থাকলেও স্বতন্ত্র প্রার্থী হওয়াকে তিনি একা হয়ে যাওয়া মনে করেন না।

এক সাক্ষাৎকারে তাসনিম জারা বলেন, স্বতন্ত্র প্রার্থী হলে দলীয় কাঠামোর সহায়তা পাওয়া যায় না—এটা সত্য। তবে এতে সরাসরি জনগণের কাছে যাওয়ার সুযোগ তৈরি হয়, যা তার কাছে ইতিবাচক দিক।

এনসিপি ছাড়ার কারণ প্রসঙ্গে তিনি জানান, এটি কোনো রাজনৈতিক বিরোধ বা জোটসংক্রান্ত সিদ্ধান্তের ফল নয়। তার ভাষায়, নিজের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিনি স্বতন্ত্রভাবে নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দিয়ে এনসিপি পথ হারিয়েছে কি না—এমন প্রশ্নে মন্তব্য করতে চাননি তাসনিম জারা। তিনি বলেন, এ বিষয়ে তিনি কোনো বক্তব্য দিতে আগ্রহী নন।

নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে তাসনিম জারা বলেন, সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হওয়া জরুরি। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে তিনি মনে করেন।

এনসিপির মনোনীত প্রার্থী থাকাকালে তার নির্বাচনী তহবিলে জনগণের কাছ থেকে প্রায় ৪৭ লাখ টাকা অনুদান আসে। বর্তমানে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় যারা সেই অর্থ ফেরত চাইছেন, তাদের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

তাসনিম জারা বলেন, যাঁরা অর্থ ফেরত চান, তাঁদের একটি ফরম পূরণ করে পাঠানোর অনুরোধ করা হয়েছে। ইতোমধ্যে অনেকে আবেদন করেছেন। যারা এখনো জানাননি, তাঁদেরও যোগাযোগ করার আহ্বান জানান তিনি। তার ভাষায়, প্রত্যেকে চাইলে নিজ নিজ অ্যাকাউন্টে টাকা ফেরত পাবেন।

ঢাকা-৯ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্নে তাসনিম জারা বলেন, তিনি আশাবাদী। ওই আসনে তার বিপক্ষে লড়ছেন এনসিপির সাবেক সহযোদ্ধা ও ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী জাবেদ রাসিন এবং বিএনপির প্রার্থীও মাঠে রয়েছেন। তবুও নিজের জয়ের ব্যাপারে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ভিসা সংকটে পর্যটন, শিক্ষা ও কাজ—সবই বিপাকে

ভিসা সংকটে পর্যটন, শিক্ষা ও কাজ—সবই বিপাকে