বিএনপির প্রতিশ্রুতি নিয়ে ইসির নীরবতায় প্রশ্ন এনসিপির The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিএনপির প্রতিশ্রুতি নিয়ে ইসির নীরবতায় প্রশ্ন এনসিপির

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 21, 2026 ইং
বিএনপির প্রতিশ্রুতি নিয়ে ইসির নীরবতায় প্রশ্ন এনসিপির ছবির ক্যাপশন:
ad728

রাজধানীর কড়াইল বস্তিতে বড় ভবন নির্মাণ করে ছোট ছোট ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতিকে সরাসরি নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ওই প্রতিশ্রুতি বাস্তবায়নযোগ্য নয় বলে মন্তব্য করে তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।

বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক বরাদ্দ পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব অভিযোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, কড়াইল বস্তিতে ফ্ল্যাট করে দেওয়ার ঘোষণা একটি অবাস্তব নির্বাচনী প্রতিশ্রুতি, যা স্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘনের শামিল। এ বিষয়ে নির্বাচন কমিশনের নীরবতাকে প্রশ্নবিদ্ধ উল্লেখ করে তিনি বলেন, এতে প্রশাসন ও বিএনপি একসঙ্গে কাজ করছে কি না—সে সন্দেহ তৈরি হচ্ছে। তারেক রহমানের ক্ষেত্রে এক ধরনের নীতি আর অন্য প্রার্থীদের ক্ষেত্রে ভিন্ন নীতি অনুসরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় বিএনপির ঘোষিত ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতিরও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তার দাবি, বর্তমান নির্বাচন কমিশন আগের হুদা-রাকিব কমিশনের পথ অনুসরণ করছে।

গণমাধ্যম প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, বিএনপির পক্ষে একাধিক গণমাধ্যম সরাসরি কাজ করছে। তার ভাষ্য অনুযায়ী, গণমাধ্যম দখল করে নেওয়া হয়েছে এবং অনেক গণমাধ্যম একতরফাভাবে বিএনপির অবস্থান তুলে ধরছে।

নিজের প্রার্থিতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, দীর্ঘ লড়াইয়ের পর তিনি শাপলা কলি প্রতীক পেয়েছেন। প্রতীক বরাদ্দের ক্ষেত্রেও নির্বাচন কমিশন তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছে বলে অভিযোগ করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে তার নির্বাচনী প্রচারণা শুরু হবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরুর ঘোষণা দিয়ে তিনি বলেন, ওসমান হাদির বিচার প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। প্রশাসনের দায়িত্বপ্রাপ্তদের কাছে দ্রুত বিচার শেষ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, তার নির্বাচনী এজেন্ডার অন্যতম বিষয় হবে ওসমান হাদির বিচার নিশ্চিত করা। পাশাপাশি চাঁদাবাজি ও দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

এদিকে, ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ধানের শীষ প্রতীক পেয়েছেন। তার পক্ষে একজন উপদেষ্টা প্রতীক গ্রহণ করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু করেছে নির্বাচন কমিশন। প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামবেন।

নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের ইইউ প্রতিনিধি দল আসছ

জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের ইইউ প্রতিনিধি দল আসছ